নবায়ন
বাংলাদেশে ন্যায়বিচার ও মূল্যবোধ নবায়নের আশাবাদ ইইউ রাষ্ট্রদূতের
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আশা প্রকাশ করে বলেছেন, নিরীহ মানুষের প্রাণহানিসহ সাম্প্রতিক মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ফলে বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের নবায়ন ও ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদ শেষে ঢাকা ত্যাগ করার প্রস্তুতিকালে রাষ্ট্রদূত হোয়াইটলি তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে তার উপলদ্ধি ও আশার কথা তুলে ধরেন। এতে তিনি ন্যায়বিচারের গুরুত্ব এবং বাংলাদেশ যে মূল নীতিগুলোর উপর প্রতিষ্ঠিত হয়েছিল তার শক্তিশালীকরণের উপর জোর দেন। বিশেষ করে সাম্প্রতিক দুঃখজনক ঘটনাবলির দিকেও আলোকপাত করেছেন রাষ্ট্রদূত।
আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধের কারণে গাড়ি রেখে সিএনজিতে ইইউ রাষ্ট্রদূত
রাষ্ট্রদূতের বার্তাটি ঐক্য ও সহনশীলতার আহ্বান জানিয়েছে। এতে যারা চড়া মূল্য দিয়েছে তাদের সম্মান জানানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে গুরুত্বের সঙ্গে। যা বাংলাদেশের জন্য একটি ন্যায্য ও শান্তিপূর্ণ ভবিষ্যত নিশ্চিত করতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের হাওর-উপকূলীয় এলাকায় বিশেষ মনোযোগ দেওয়া হবে: ইইউ রাষ্ট্রদূত
৪ মাস আগে
১০০ মেগাওয়াট পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ প্লান্টের সঙ্গে ২ বছরের জন্য পিপিএ নবায়ন করেছে বিপিডিবি
পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের সঙ্গে আগামী দুই বছরের জন্য কেরানীগঞ্জে তার ১০০ মেগাওয়াট ভাড়ার প্ল্যান্টের বিদ্যুত ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিপিডিবির বোর্ডরুমে এই চুক্তি সই অনুষ্ঠান হয়।
বিপিডিবি সচিব মোহাম্মদ সেলিম রেজা এবং পাওয়ারপ্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিটির শিরোনাম ‘দুই বছরের জন্য ভাড়া ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের চুক্তির দ্বিতীয় সংশোধনী’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবি সদস্য মোহাম্মদ শামসুল হক, প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক, সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ কামরুল ইসলাম (মোহন) এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি সই অনুষ্ঠানে রন হক সিকদার বলেন, তার কোম্পানি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করবে।
পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের সঙ্গে চুক্তিটি সফলভাবে আয়োজনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিপিডিবি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বিপিডিবি’র আর্থিক ক্ষতি দুই-তৃতীয়াংশ বেড়ে ৪৮ হাজার কোটি টাকা
বিপিডিবি সদস্য মোহাম্মদ শামসুল হক শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু করার জন্য পাওয়ারপ্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চুক্তিতে উল্লেখ আছে যে দুই পক্ষের মধ্যে চুক্তি সইয়ের দিন থেকেই এটি কার্যকর হবে। সুতরাং, এখন চুক্তি সই হওয়ায় আশা করা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রটি অবিলম্বে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যা সরকারের পাশাপাশি পাওয়ারপ্যাক উভয়ের জন্যই লাভজনক হবে।
বিপিডিবির প্রধান প্রকৌশলী এবিএম জিয়াউল হক বলেন, পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্টের অবস্থান রাজধানীর খুব কাছাকাছি। যেটি একটি বড় প্লাস পয়েন্ট এবং এ কারণেই এখানে যত তাড়াতাড়ি উৎপাদন শুরু হয় তা পাওয়ারপ্যাক এবং বিপিডিবি উভয়ের জন্যই মঙ্গল।
আরও পড়ুন: সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিডিবি’র ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি
১ বছর আগে
ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি বিজিএমইএ’র
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম ব্যবসায় সকল লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন,‘ব্যবসায় সকল লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করে দেয়া হলে আমরা ব্যবসা সহজীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি।’
বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স (এমসিসিআই) এর উদ্যোগে আয়োজিত ইজ অব ডুয়িং বিজনেস সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আরও পড়ুন: উৎসে কর আগামী ৫ বছরের জন্য ০.৫ শতাংশ বহাল চায় বিজিএমইএ
সভায় এমসিসিআই এর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এমসিসিআইএ এর বর্তমান বোর্ডের জ্যেষ্ঠ সহ-সভাপতি কামরান টি. রহমান এবং অন্যান্য সদস্য ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এসময় শহিদউল্লাহ আজিম বলেন, ‘পোশাক শিল্প কারখানার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স; বিশেষ করে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে লাইসেন্স নিতে হয় এবং এগুলো প্রতি বছরই নবায়ন করতে হয়। বিভিন্ন ধরনের লাইসেন্স প্রতি বছর নবায়ন করার কারনে সারা বছর জুড়ে পোশাক কারখানাগুলো নবায়নের কাজে ব্যস্ত থাকে। ফলে পোশাক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না।’
তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর জন্য সবচেয়ে বেশি জরুরি ব্যবসা সহজীকরণ বা ইজ অব ডুয়িং বিজনেস। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সকল ধরনের লাইসেন্স, বিশেষ করে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার অনুরোধ জানিয়ে বলেন, এতে করে ব্যবসায় স্বচ্ছতা রক্ষা হবে, সরকার একইসঙ্গে পাঁচ বছরের রাজস্ব পাবেন এবং ব্যবসায় কাগজপত্র কম লাগবে, যা সরকারের ডিজিটালাইজেশন রূপকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
শহিদউল্লাহ আজিম পোশাক শিল্প রক্ষায় ঢাকা শহরে বিদ্যমান কারখানাগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন ও অন্যান্য সহযোগিতা সহজশর্ত সাপেক্ষে অব্যাহত রাখা; হোল্ডিং ট্যাক্স এর সঙ্গে ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়টি জড়িয়ে না ফেলা; শিল্প স্থাপনায় হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন ফি ঘন ঘন পরিবর্তন না করা এবং নতুন ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণের জন্য সরকারকে অনুরোধ করেছেন।
আরও পড়ুন: নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আহ্বান বিজিএমইএর
ন্যায্য মূল্য ছাড়া ক্রয়াদেশ না নেয়ার আহ্বান বিজিএমইএ’র
২ বছর আগে