ট্রাকে
সীতাকুণ্ডে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কারচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।শুক্রবার সকালে উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত কার চালকের নাম মো. ফোরকান। তিনি বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের মো. শহীদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন(২২)।সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বাড়বকুণ্ড বাজারের কাছে মহাসড়কে পার্কিং করে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। ঢাকা থেকে আসা একটি দ্রুতগতি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান কার চালক। আহত হন কারে থাকা তিন যাত্রী। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম নিহত ও আহতদের উদ্ধার করেছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্র আহত, মাইক্রোবাসে আগুন
২ বছর আগে