জেসিআই
কক্সবাজারে প্রথমবারের মতো জেসিআইয়ের সাধারণ সদস্য সভা
প্রথমবারের মতো কক্সবাজারে জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইস্টের সফলভাবে তৃতীয় সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট (শুক্রবার) কক্সবাজার ‘নিশোরগো হোটেল অ্যান্ড রিসোর্ট’এ সভা অনুষ্ঠিত হয়।
লোকাল প্রেসিডেন্ট শেজান আজিমের সভাপতিত্বে সভায় বোর্ড অব ডিরেক্টরসসহ সংগঠনের অন্যান্য সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জেনারেল লিগাল কাউন্সেল ইমরান কাদির ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের মিশন ও ভিশন ঘোষণার পর লোকাল অর্গানাইজেশনের সভাপতি সভায় উপস্থিত নতুন সদস্য ও বিশেষ অতিথিদের স্বাগত জানান।
সাধারণ সদস্য সভায় সংগঠনের কোরাম প্রতিষ্ঠা থেকে শুরু করে নতুন সদস্যদের পরিচিতি ও ত্রৈমাসিকে সম্পাদিত প্রকল্প সম্পর্কে সভায় উপস্থিত সকলকে অভিহিত করা হয়।
উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ সক্রিয় নাগরিকদের একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যারা তাদের সমাজে অর্থবহ প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ|
পড়ুন: ইউএস-বাংলার ব্যাংকক রুটের ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’
ইউএস-বাংলার খরচে পাইলট হবার সুযোগ
২ বছর আগে