চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ
শোক দিবস: চুয়াডাঙ্গায় চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ বিজিবির
জাতীয় শোক দিবসে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য বিতরণ করেছে বিজিবি। দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলে।
চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের ক্লাসিফাইড চাইল্ড কনসালট্যান্ট লেফটেনেন্ট কর্নেল ডা. শায়লা চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি টিম চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন। এসময় সীমান্ত গ্রামগুলো থেকে আসা শিশুসহ দুই শতাধিক অসুস্থ নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেয়া হয়, একইসঙ্গে প্রত্যেককে বিনামূল্যে রোগের ওষুধ বিতরণ করেন তারা।
আরও পড়ুন: শাবিপ্রবিতে শোকদিবসে শিক্ষক-কর্মকর্তাদের অনুপস্থিতি
শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. শায়লা চৌধুরী বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। এর পাশাপাশি গরীব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান শেখের তত্ত্বাবধানে ৩০০ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রীসহ নানা সহায়তা প্রদান করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, চিনি এবং আলু।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে কোরআন খতম, বিশেষ দোয়া ও বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভাসহ বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। মহান নেতার স্মরণে দর্শনার ফুলবাড়ি সীমান্তের ১০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং মা ও শিশুদের মধ্যে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তীব গ্রামগুলোর অসুস্থ নারী-পুরুষকে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়।
আরও পড়ুন: ‘ঝাড়ুর লাঠি’তে পতাকা: পাকিস্তানি ‘হাবিব ব্যাংকে’র বিরুদ্ধে অবমাননার অভিযোগ
এসময় চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান শেখ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিজিবির সদস্যরাসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২ বছর আগে