আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি
দিল্লিতে রোহিঙ্গাদের আশ্রয় দেবে ভারত
রোহিঙ্গাদের বিষয়ে তার অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে ভারত প্রতিবেশি মিয়ানমারে জাতিগত সহিংসতার পরিপ্রেক্ষিতে সেদেশে প্রবেশকারী মুসলিম শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ভারতের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এই টুইটে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘যারা দেশে আশ্রয় চেয়েছেন ভারত তাদের সবসময় স্বাগত জানিয়েছে।’
মন্ত্রী বলেছেন, ‘একটি যুগান্তকারী সিদ্ধান্তে সমস্ত #রোহিঙ্গা #শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকায় ইডব্লিউএস (অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। তাদের মৌলিক সুযোগ-সুবিধা, ইউএনএইচসিআর আইডি এবং চব্বিশ ঘন্টা @দিল্লিপুলিশ সুরক্ষা প্রদান করা হবে।’
জাতিসংঘের মতে, আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী বর্তমানে ভারতে রয়েছে। তাদের বেশিরভাগই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয়তাবাদী বিজেপি সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের ‘অবৈধ অভিবাসী’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’- বলে অভিহিত করেছে।
ভারত এর আগে ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন এবং এর ১৯৬৭ প্রোটোকলের স্বাক্ষরকারী না হওয়া সত্ত্বেও প্রতিবেশি দ্বীপ দেশ শ্রীলঙ্কার তিব্বতি শরণার্থী এবং তামিল উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল।
আরও পড়ুন: মিশেল ব্যাচেলেটের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি: মন্ত্রী ওয়াং
২ বছর আগে