প্রবাসী
১ কোটি ৪৯ লাখ প্রবাসী বাংলাদেশি ১৭৬টি দেশে কাজ করে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় জানান, বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৪৯ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।
তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিগত ১২ বছরে মোট ৮১ লাখ ৪৭ হাজার ৬৪২ জন কর্মীকে পেশাদার, দক্ষ, আধা-দক্ষ এবং স্বল্প-দক্ষ ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৭৩টি প্রশিক্ষণ কেন্দ্র বিকেন্দ্রীকরণ বা সম্প্রসারণ করা হয়েছে।
একই সময়ে প্রায় ১০ লাখ নারী শ্রমিক বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
কামাল বলেন, ‘আমরা নতুন শ্রম বাজারের জন্য আমাদের অনুসন্ধান অব্যাহত রেখেছি। এরই মধ্যে মূল গন্তব্যের বাইরে পোল্যান্ড, সেশেলস, আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, উজবেকিস্তান, বসনিয়া হার্জেগোভিনা ও কম্বোডিয়ার মতো দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে’।
আরও পড়ুন: বাজেট ২০২৩-২৪: সাংস্কৃতিক খাতে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ
স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণ ও নারীদের প্রস্তুত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ
ফটিকছড়িতে ছুরিকাঘাতে প্রবাসী খুন, গ্রেপ্তার ২
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল রাখা নিয়ে তর্কাতর্কিতে এক প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিুযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাসুদ মির্জা (৩৫) বালুটিলা এলাকার সাইদুর রহমানের ছেলে এবং দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাবু ও ছাত্রলীগ নেতা মির্জা মাহাবুবুর রহমান সুজন এর ভাই।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শামিম মিয়াজি (৩৪) ও মো. দেলোয়ার। শামিমের বাড়িও একই এলাকায়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুটিলা বাজারে মোটরসাইকেল রাখা নিয়ে শামিম মিয়াজির সঙ্গে মাসুদ মির্জার তর্কাতর্কি হয়। একপর্যায়ে মাসুদকে ছুরিকাঘাত করেন শামিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, বালুটিলা এলাকায় মাসুদ নামে একজন খুন হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুইজনকে আটকও করি। তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: বিমানবন্দরে লাশের কফিন বদল: অবশেষে গ্রিস প্রবাসী আফসরের লাশ এলো বাড়িতে
চট্টগ্রামে প্রবাসী নিখোঁজ: ১৪ দিন পর লাশ উদ্ধার
হাটহাজারীতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে মারামারিতে প্রবাসী নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর থেকে সেচ মেশিন দিয়ে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার গুমানমর্দন ইউনিয়নের জব্বার আলী চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
নিহত মো. বাদশা (৪০) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং তিনি দুই সন্তানের বাবা। গত দুই মাস আগে তিনি প্রবাস থেকে দেশে এসেছেন।
অভিযুক্তের নাম মাহবুব (৫৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাদশা পরিবার নিয়ে বেড়াতে যায়। শনিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় তার পুকুর থেকে একই এলাকার মাহাবুব পাম্প মেশিন দিয়ে নিজের জমিতে পানি সেচ দিচ্ছে। বাদশা মাহবুবকে পুকুরের পানি সেচ দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পযার্য়ে মাহবুব দুই দফা বাদশার ওপর হামলা চালায়।
আরও পড়ুন: হাটহাজারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
উপস্থিত লোকজন গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা অভিযুক্ত মাহাবুবকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।
তিনি বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবকে আটক করা হয়েছে।
থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: হাটহাজারীতে নারীকে শ্বাসরোধ ও ঘাড় ভেঙ্গে হত্যা, স্বামী গ্রেপ্তার
হাটহাজারীতে বাড়িতে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু
ভাবি-ভাতিজির প্ররোচনায় নিজ গলায় ছুরি চালিয়ে প্রবাসীর আত্মহত্যা!
সিরাজগঞ্জে ভাবি-ভাতিজির প্ররোচনায় নিজ গলায় ছুরি চালিয়ে এক প্রবাসীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী সাইদুল ইসলাম লেদু (৫০) ওই এলাকার বাসিন্দা। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা!
এদিকে গলাকেটে আত্মহত্যার প্ররোচনা মামলায় ভাবি ও ভাতিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা তারা হলেন- নিহতের বড় ভাইয়ের স্ত্রী জাহানারা (৪৭) ও তার মেয়ে সাথী (২৭)।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত সাইদুল ইসলাম কয়েক বছর মালয়েশিয়া ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি দেশে ফিরে বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে থাকতেন। আরেক ভাই আগেই মারা গেছেন এবং তার তিন ভাই বর্তমানে মালয়েশিয়া রয়েছেন।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ওই ভাবি ও ভাতিজির প্ররোচনায় তিনি নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ওইদিন বিকালে তার গলাকাটা লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠান এবং গলাকাটায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
সিআইডি পুলিশের একটি তদন্ত টিম ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গৃহবধূর আত্মহত্যা!
ডলার সংকটেও জানুয়ারিতে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার
অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা সরবরাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) দায়বদ্ধতার সঙ্গে লড়াই করছে এমন সময় জানুয়ারিতে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ভালো খবর হিসেবে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বৈধ পন্থায় দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার।
চলতি অর্থবছর ২০২২-২০২৩ এ বাংলাদেশ সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ২৪৫ কোটি ডলারের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে রপ্তানি আয় পাঁচশ’ কোটি ছাড়াল, ডলার সংকট কেটে যাওয়ার আশা
ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সংকটের কারণে অনেক আমদানি পেমেন্ট পিছিয়ে যাচ্ছে। এ জন্য প্রবাসী আয়ের যে ডলার তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে। ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের মূল্যসীমা অপসারণ করা হলে সংকট কেটে যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক ইউএনবিকে বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের জন্য মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে। রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে বেশ কয়েকটি ব্যাংক অতিরিক্ত প্রণোদনাও দিয়ে থাকে। বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ বা ফি কাটবে না ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি রেমিট্যান্স দেশে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে।
আরও পড়ুন: হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে: ধর্মপ্রতিমন্ত্রী
আগামী মাসের মধ্যে ব্যাংকগুলোতে ডলার সংকট দূর হয়ে যাবে: সালমান এফ রহমান
সিরাজগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার ডেফলবাড়ি গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিতু আক্তার (২৫) ওই গ্রামের কুয়েত প্রবাসী ওমর আলীর স্ত্রী এবং ভোলার লালমোহন উপজেলার তারাগঞ্জ গ্রামের আবুল কাশেমের মেয়ে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৮ জানুয়ারি) সকালে অসুস্থতা অনুভব করায় সন্তানদেরকে শ্বাশুড়ির কাছে রেখে মিতু নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। দুপুরেও মিতু ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক জানালার গ্লাস ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তবে নিহতের বড় ভাই আলাউদ্দিন অভিযোগ করে বলেন, সাত বছর আগে ডেফলবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওমর আলীর সঙ্গে পারিবারিকভাবে মিতুর বিয়ে হয়। বিয়ের পর ওমর আলীর দাবি মোতাবেক কুয়েত যাওয়ার জন্য দুই লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর ওমর আলী বিদেশে যাওয়ার পরও মিতুর শ্বশুর টাকা দাবি করতে থাকে। তাদের দাবি করা টাকা না দিতে পারায় একাধিকবার মিতুকে মারধর করার প্রেক্ষিতে স্থানীয়ভাবে এ নিয়ে একাধিক শালিস বৈঠকও হয়েছে। এরই জের ধরে কয়েকদিন আগে মিতুকে আলাদা করে দেয়াসহ স্বামীর পাঠানো টাকাও তাকে দেয়া বন্ধ করে দেয় মিতুর শ্বশুর-শাশুড়ি। তার বোনের আত্মহত্যার কোনো কারণ নেই বলে দাবি করে তিনি বলেন, ঘটনার আগেরদিন মঙ্গলবার (১৭ জানুয়ারি) বোনজামাইয়ের সঙ্গেও কথা হয়েছে।
তিনিও বলেছেন, কথা বলার সময় মিতু স্বাভাবিকই ছিলো। মিতুকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করে আলাউদ্দিন তার বোনের হত্যার ন্যায় বিচার দাবি করেন।
এদিকে সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, পুলিশ ঘটনাস্থলে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুক্তরাষ্ট্রফেরত এক প্রবাসী সাংবাদিকের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার ও মোবাইল ফোনসহ মোট ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মো. আরিফ হোসাইন। আরিফ এর আগে দৈনিক ভোরের কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
যুক্তরাষ্ট্র-ফেরত প্রবাসী জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুক্তভোগীকে বহনকারী গাড়িটি শুক্রবার রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটিওয়াপদা কলোনি এলাকায় পৌঁছলে, ডিবি পুলিশ পরিচয় দিয়ে সশস্ত্র ডাকাত দল প্রবাসী সাংবাদিককে বহন করা গাড়ি আটকে ডাকাতি করে।
আরও পড়ুন: খুলনায় ১১ লাখ টাকার মালামাল লুট, গ্রেপ্তার ৩
এর আগে আরিফ হোসাইন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে করে শুক্রবার রাত পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তার বাসায় যাচ্ছিলেন আরিফ।
এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটিওয়াবদা কলোনি এলাকায় আসামাত্র গাড়িটিকে একটি হাইয়েস গাড়ি সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।
এ সময় খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে সাদা রঙের হাইয়েস দিয়ে তাদের গাড়িটির গতিরোধ করে সাংবাদিক মো. আরিফ হোসাইনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। যেখানে তার পাসপোর্ট, আমেররিকার গ্রিনকার্ড ও ব্যাংকের ডেভিড-ক্রেডিট কার্ডসহ অন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে আরিফকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকেও মারধর করে আহত করে ডিবি পরিচয়ে ওই ডাকাতরা।
এ সময় ডিবি পুলিশের জ্যাকেট পরা সাত থেকে আটজন ডাকাত প্রবাসী আরিফের কাছ থেকে পাঁচ হাজার ১২০ ডলার, আমেরিকান গ্রিনকার্ড, পাসপোর্ট, আইফোন-১৪ প্রোমেক্স, ক্রেডিটকার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে দুর্ধর্ষ চুরি, ১০ লাখেরও বেশি টাকার মালামাল লুট
বাগেরহাটে বাড়িতে ঢুকে অচেতন করে মালামাল লুট
প্রবাসীকে কুপিয়ে হত্যা, ১১ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু মোবাইল, নগদ টাকা, ভোটার আইডি কার্ড, এটিএম কার্ড, পাওয়ার ব্যাংক উদ্ধার করার দাবি করেছে র্যাব-৮।
বুধবার দুপুর ১টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
তিনি জানান, ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন রাজনগর ঠাকুর কান্দী এলাকায় পূর্ব শত্রুতার জেরে দানেশ সরদার (৩৫) নামে একজন প্রবাসী যুবককে হত্যার অভিযোগ উঠে।
আরও পড়ুন: রংপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
এ ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া নড়িয়া থানায় ৫৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, নিহত মো. দানেশ সরদার একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি ১০ বছর যাবত মালয়েশিয়ায় ছিলেন। ঘটনার তিন মাস আগে দেশে আসেন এবং দেশে আসার পর থেকে পূর্ব শত্রুতার জেরে আসামি পক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এর রেশ ধরে গত ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে নড়িয়া থানাধীন ঠাকুর কান্দী গ্রামস্থ লোকমান আকনের বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা রামদা, ছেনদা, ঢাল, সরকি, টেটা, বল্লম, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিষ্টিক, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক দেশীয় অস্ত্রপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
আর এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ৮ (মাদারিপুর ক্যাম্প) গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে।
তদন্তে দেখা যায়, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করে।
পরবর্তীতে র্যাব-৮ এর সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন এলাকার শাহাবাগ থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে শাহবাগ থেকে মামলার এজাহারভূক্ত দুই নম্বর আসামি শাহিন মোড়ল (২৪) কে গ্রেপ্তার করে।
তার দেয়া তথ্য মোতাবেক ঢাকা জেলার শাহাবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকা থেকে মামলার এজাহারভূক্ত ৯ নম্বর আসামি নাছির বেপারী (৩২), ৩৩ নম্বর আসামি কামাল কাজি (২৭), ৩৬ নম্বর আসামি আওয়ার মালত (৩৫), ৫১ নম্বর আসামি জব্বার হাওলাদার (৪৫), ৫২ নম্বর আসামি মিজান বেপারী (৪০) এবং ৫৭ নম্বর আসামি ডিটু বেপারী (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যানুযায়ী শাহাবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকা থেকে মামলার তিন নম্বর আসামি মো. জনি মোড়ল (২২), মামলার আট নম্বর আসামি রাসেল মালথ (৩০), মামলার ১৯ নম্বর আসামি ওয়াহেদ খান (২২) এবং ৩৫ নম্বর এলাকার বাসিন্দা দেলোয়ার কাজিকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর কমান্ডিং অফিসার ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসন বলেন, আসামিরা ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার জন্য শাহবাগ এলাকায় অবস্থান নেয়।
আর বিষয়টি র্যাব জানতে পেরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ সদস্যরা কাজ করছে।
এছাড়া গ্রেপ্তারদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা, ৭ আসামির যাবজ্জীবন
দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের হুন্ডি পরিহার করতে বলেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের হুন্ডির মাধ্যমে দেশে টাকা না পাঠাতে বলেছেন। এটি একটি আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তর পদ্ধতি যা আইনি ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে যায়।
তিনি তার কার্যালয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ আওয়ামী লীগের বিভিন্ন বিদেশে মধ্যস্থতাকরী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘যারা হুন্ডি ব্যবহার করেন আমি তাদের অনুরোধ করতে চাই তারা যেন হুন্ডি বন্ধ করে এবং সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠায়।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার এখন দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং প্রবাসীরা সেখানে যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারবেন।
তিনি বলেন,‘যারা ব্যবসা করতে চান তারা সেখানে বিনিয়োগ করতে পারেন।যদি কেউ (প্রবাসী) এখানে বিনিয়োগের জন্য বিদেশি অংশীদার (বিশ্বের বিভিন্ন দেশ থেকে) আনতে পারে তবে এটি আরও ভাল হবে।’
বাংলাদেশে নতুন বিনিয়োগ আসায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে একটি ভালো গন্তব্য হিসেবে বিবেচনা করায় দেশে বিদেশি তহবিলের প্রবাহ ভালো।
আরও পড়ুন: জনগণের আস্থা ধরে রাখতে সেবা অব্যাহত রাখুন: পুলিশ সদস্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, তার সরকার জনগণকে খাদ্য সংকটে পড়তে দেবে না।
দেশে মুদ্রাস্ফীতির হার হ্রাসের প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা বিশ্বের যে কোনও জায়গা থেকে খাবার কিনছি এবং যা প্রয়োজন তা খরচ করছি। ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি….. আমরা জনগণকে কষ্ট পেতে দেব না।’
আমন ধানের উৎপাদনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন সবাই বোরো ধান রোপণে ব্যস্ত এবং সার মজুদ সন্তোষজনক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার ইতোমধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এবং বিশেষ করে সেচের জন্য মানুষকে ছোট সোলার প্যানেল বসানোর অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: আগামী সাধারণ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত: প্রধানমন্ত্রী
পুলিশকে নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর
রপ্তানি আয় ফিরিয়ে আনতে ডলার প্রতি ১ টাকা বেশি পাবেন ব্যবসায়ীরা
রপ্তানিকারকরা তাদের রপ্তানি আয় ফিরিয়ে আনতে এক মার্কিন ডলারের বিপরীতে ১০২ টাকা পাবেন।
সোমবার থেকে কার্যকর রপ্তানিকারকদের জন্য নতুন ডলারের হার ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)।
এটি আগের দর থেকে এক টাকা বেশি যা ডলার প্রতি ১০১ টাকা ছিল।
ডলারের দাম নির্ধারণে রবিবার রাতে এবিবি ও বাফেডার নেতারা বৈঠক করেন।
এতে রপ্তানি আয়ের জন্য হার বাড়ানোর সিদ্ধান্ত হলেও প্রবাসী আয় ও আমদানি শুল্ক পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১ টাকা বেশি পাবেন। আর প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে যা ১০৭ টাকা।
এ ছাড়া আমদানি শুল্ক পরিশোধের ক্ষেত্রে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় থেকে ডলারের মূল্য শূন্য দশমিক ৫০ টাকা বেশি হবে।
বর্তমানে প্রবাসী আয়ে ডলারের দাম ১০৭ টাকা এবং রপ্তানি আয়ে ১০২ টাকা।
আরও পড়ুন: ঋণ কেলেঙ্কারি সত্ত্বেও ২০২২ সালে পরিচালন মুনাফার শীর্ষে ইসলামী ব্যাংক
ফলে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় ১০৪ দশমিক পাঁচ টাকা। এর সঙ্গে শূন্য দশমিক ৫০ টাকা যোগ করলে প্রতি ডলার আমদানি বিল হবে ১০৫ টাকা।
গত বছরের মার্চ থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মার্কিন ডলারের স্বল্প সরবরাহ রয়েছে যা বিশ্ব অর্থনীতিকে ধাক্কা দিয়েছে।
আরও পড়ুন: দেশে জুলাই-ডিসেম্বরে রপ্তানি আয় ২৭.২২ বিলিয়ন ডলার