জাল রুপি
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও নোট তৈরির সরঞ্জাম জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নেয়ামত নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বশির উদ্দিন (৪৯) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর এলাকার আজাহার আলীর ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ভারতীয় জাল রুপি জব্দ, আটক ১
বৃহস্পতিবার রাতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা শহরের নেয়ামত নগর এলাকায় রাস্তার ওপর থেকে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোটসহ বশির উদ্দিনকে আটক করে।
এরপর একই এলাকায় তার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বাংলাদেশি নগদ ১২ হাজার ৬০ টাকা, দুইটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত গাম (আঠা) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বশির উদ্দিন ২০১৬ সাল থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এ সংক্রান্ত তিনটি মামলা চলমান রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে জাল রুপি ও টাকা জব্দ, গ্রেপ্তার ৪
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১
১ বছর আগে
গাজীপুরে জাল রুপি ও টাকা জব্দ, গ্রেপ্তার ৪
গাজীপুরে তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং ছয় লাখ ৯২ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার রমজান আলীর ছেলে খোরশেদ আলম(গিট্টু), কুড়িগ্রামের রাজার হাট থানার মৃত গফুর আলীর ছেলে ছামিউল (৩০) এবং একই এলাকার আজিমউদ্দিন ছেলে ছালেক (২৭)।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে সদর থানার সালনা এলাকায় মাজাহরুল ও সবুজ নামের দু’জনকে সন্দেহবশত গ্রেপ্তার করে পুলিশ। তাদের হাতে শপিং ব্যাগ ও লুঙ্গির পেছনে গোজা পাঁচটি বান্ডিলের মধ্যে ভারতীয় তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশি ছয় লাখ ৯২ হাজার জাল টাকা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া জেলার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকা গত ২৭ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরেক সহযোগীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: খুলনা আ. লীগ নেতা হত্যা: ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি এবং ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার শহবাবাজপুরে সোনামসজিদ ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম (৪০) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাকদুলালপুর এলাকার মুনসুর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহাবাজপুরে সোনামোসজিদ ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে অভিযান চালায়। এসময় ভারতীয় এক লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি ও বাংলাদেশি ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ শামীমকে আটক করা হয়।
র্যাব জানায়, সীমান্ত এলাকায় গরু আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় রুপির প্রচলন বেশি। আটক শামীমের বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় চক্রের মাধ্যমে ভারত ও বাংলাদেশি জাল নোটের ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, আইনজীবীদের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে মাকে গুলি করে হত্যা: পলাতক ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার
২ বছর আগে