রেল ট্র্যাক
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক সম্প্রসারণ কাজের উদ্বোধন
কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন এবং রেল স্টেশনের এপ্রোচ সড়ক ও পার্কিংসহ পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেলস্টেশনে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন এই কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: মেট্রোরেলে থাকবেন ৬ নারী চালক, উদ্বোধনে চালাবেন মরিয়ম আফিজা
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।
কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেলস্টেশন পর্যন্ত চলাচলের জন্য মিটারগেজ স্টিল ও কাঠের স্লিপার রেললাইন-১৯ কিলোমিটার, কুড়িগ্রাম স্টেশনে-৩টি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেল লাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৩শ টাকা ব্যয়ে পুননির্মাণ কাজ করা হবে। দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন।
বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, এই প্রকল্প বাস্তবায়ন হলে উলিপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেল পথে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করতে পারবে।
দারিদ্রপীড়িত কুড়িগ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে যাতে রাজধানীর সঙ্গে যোগাযোগ করতে পারে তাতে এটি ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আগামীকাল মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মেট্রোরেলের জন্য বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে: ডিএমপি কমিশনার
১ বছর আগে
পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু
পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করা হয়েছে এবং আগামী চার মাসের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজ সম্পন্ন হবে।
শনিবার দুপুরে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ট্র্যাক বসানোর কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।
তিনি বলেন, প্রকল্পের কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ। এদিকে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি ৮৫ শতাংশ আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ।
মন্ত্রী আরও জানান, এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের, তবে চায়না কনসট্রাকশন গ্রুপের মূল্যায়ন হলো কাজ আরও অনেক বেশি হবে।
আরও খবর: পদ্মা সেতুর সুবাদে প্রথমবার গার্মেন্টস পণ্য রপ্তানির সাক্ষী হলো মোংলা বন্দর
পদ্মা সেতুর কাছে বাস উল্টে আহত ২০
২ বছর আগে