জুনমাস
ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু জুনে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২৩ সালের জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে।
শনিবার দুপুর ২ টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা জংশন স্টেশনে রেল লাইনে স্লিপার স্থাপন কাজের উদ্বোধন কালে
তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে, রেলপথ মন্ত্রণালয়, সিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী।
জংশনে রেললাইন উদ্বোধনের পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী আরও বলেন, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে রেলস্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে। এ লক্ষ্যে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সমাপ্ত করার জন্য নির্দেশ দিয়েছি। আশা করছি ঠিক আছে এই প্রতিষ্ঠান তারা তাদের কাজের গতি বাড়িয়ে সঠিক সময় সম্পন্ন করতে পারবে রেলওয়ের সড়ক নির্মাণ কাজটি।
মন্ত্রী আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের জন্য ভাঙ্গা রেলজংশন খুবই গুরুত্বপূর্ণ। ভাঙ্গা হয়েই ঢাকা, ফরিদপুর, যশোর, বরিশাল রেল যাবে। দেশের সবচেয়ে আধুনিক রেল জংশন নির্মিত হচ্ছে ভাঙ্গা
আরও পড়ুন:টিটিই বরখাস্তের সঙ্গে সম্পর্ক নেই, যাত্রীরা আমার আত্মীয় নয়: রেলমন্ত্রী
পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা ট্রেন চালু আগামী বছরের জুনে: রেলমন্ত্রী
২ বছর আগে