উদ্ধারকারী
তুরস্কে ভূমিকম্পের ৮ দিন পর আরও জীবিত মানুষ উদ্ধার
গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তিনটি প্রদেশে ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষদের উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার অলৌকিকভাবে জীবিত আরও একজনের সন্ধান পায় উদ্ধারকর্মীরা।
গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় সাত দশমিক আট এবং সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে ইতোমধ্যে মৃতের সংখ্যা ৩৫ হাজার পেরিয়ে গেছে। এবং উদ্ধারকর্মীদের চলমান অনুসন্ধান কার্যক্রমে আরও লাশ খুঁজে পাওয়ায় সংখ্যাটি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে।
তুর্কি টেলিভিশন মঙ্গলবারও উদ্ধারকাজ সম্প্রচার অব্যাহত রেখেছে। কারণ বিশেষজ্ঞরা বলেছেন জীবিতদের খোঁজার পথ বন্ধ হয়ে যাচ্ছে।
আদিয়ামান প্রদেশে ১৮ বছর বয়সী মুহাম্মাদ ক্যাফার সেটিনের কাছে উদ্ধারকারীরা পৌঁছেছিল। একটি বিপজ্জনক ভবন থেকে উদ্ধার চেষ্টা করার আগে চিকিৎসকরা তাকে আইভি দিয়ে তরল খাবার দিয়েছিলেন। উদ্ধারকারীরা কাজ করার সময় ভবনটি আরও ভেঙে পড়েছিল।
তার চাচা বললেন, ‘আমরা খুব খুশি,’ চিকিৎসকরা তাকে একটি স্ট্রেচারে অক্সিজেন মাস্কসহ ঘাড়ের বন্ধনী বেঁধে রেখেছিলেন এবং ১৯৯ ঘন্টা পর তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
আরও পড়ুন; ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল, তুরস্কে ঠিকাদার আটক
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কেন্দ্রীয় কাহরামানমারাসে ধ্বংস হওয়া একটি ভবন থেকে প্রায় ১৯৮ ঘন্টা পরে মঙ্গলবার অন্য দু'জনকে উদ্ধার করা হয়েছে।
হাবের্তুর্ক টেলিভিশন জানিয়েছে, ১৭ বছর বয়সী মুহাম্মাদ এনেস নামে এক কিশোরকে একটি গরম কম্বলে মুড়িয়ে স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা গেছে। কয়েক ডজন উদ্ধারকারী ঘটনাস্থলে কাজ করছিল এবং তুর্কি সৈন্যরা তাদের উদ্ধারের পরে জড়িয়ে ধরে হাততালি দিয়েছিল।
উদ্ধারকারীরা তখন অন্যদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য শান্ত থাকতে বলে এবং চিৎকার করে বলেছিল ‘কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে?’
উদ্ধারকৃতদের স্বাস্থ্যের অবস্থা স্পষ্ট নয়।
হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের সামনে অপেক্ষা করার সময় অত্যন্ত শোকাহত সেনগুল আবালিওগ্লু দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তিনি তার বৃদ্ধ বোন এবং চার ভাগ্নেকে হারান। ‘মৃত বা জীবিত এটা কোন ব্যাপার না, আমরা কেবল আমাদের লাশ চাই যাতে তাদের অন্তত একটি কবর থাকে এবং আমরা তাদের কবর দিই।’
ভূমিকম্পে লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সাহায্য এবং সরঞ্জাম সরবরাহ জরুরি বলে সোমবার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্ক থেকে দেশটির বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে দু’টি নতুন ক্রসিং পয়েন্ট খুলতে সম্মত হয়েছেন।
বাব আল-সালাম এবং আল রাইয়ের ক্রসিংগুলো প্রথমত তিন মাস সময়ের জন্য খোলা হবে। অদ্যাবধি জাতিসংঘকে কেবলমাত্র বাব আল-হাওয়াতে একটি একক ক্রসিংয়ের মাধ্যমে ইদলিব অঞ্চলে সহায়তা সরবরাহ করার অনুমতি দেয়া হয়েছে।
এক সপ্তাহ আগে ভূমিকম্পের পর থেকে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে আরও সাহায্য এবং ভারী সরঞ্জাম পাওয়ার জন্য জাতিসংঘের তীব্র চাপ রয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের অন্যান্য জীবিত স্বজনদের উদ্ধারের উপায় নেই এবং মৃতের সংখ্যা বাড়ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার সকালে ৩৫ টন খাদ্য নিয়ে প্রথম সৌদি ত্রাণবাহী একটি বিমান সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরব তুরস্ক এবং সিরিয়াকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবারের আগে, সৌদি বিমানগুলো তুরস্কে অবতরণ করেছে। সৌদি ট্রাকগুলো বিদ্রোহী-নিয়ন্ত্রিত পিছিয়ে পড়া উত্তর-পশ্চিম সিরিয়ায় কিছু সহায়তাও সরবরাহ করেছে।
জর্ডান, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ সরকার নিয়ন্ত্রিত সিরিয়ায় আরও বেশ সাহায্য বোঝাই বিমান পাঠিয়েছে। এছাড়া আলজেরিয়া, ইরাক, ওমান, তিউনিসিয়া, সুদান এবং লিবিয়া রাজধানী দামেস্কে সাহায্য পৌঁছে দিয়েছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, সোমবার গভীর রাতে ভূমিকম্পের কেন্দ্রস্থল কাহরামানমারাস এবং আদিয়ামানসহ হাতায় প্রদেশে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বাকি সাতটি প্রদেশে উদ্ধার কাজ শেষ হয়েছে বলে মনে হচ্ছে।
ভূমিকম্পে তুরস্কের ১০টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে প্রায় এক কোটি ৩৫ লাখ মানুষ বাস করে। পাশাপাশি উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বিশাল এলাকায়ও লক্ষাধিক মানুষ বাস করে।
ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও বিধ্বস্ত শহরগুলোর মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তারা অনেক ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইরে ঘুমাচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ পানির ব্যবস্থা কাজ করছে না। এবং সিস্টেমের ক্ষতি দূষণের ঝুঁকি বাড়ায়। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে পানি সঞ্চালন ব্যবস্থার কয়েক ডজন পয়েন্ট থেকে নেয়া নমুনাগুলো ‘মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় অনিরাপদ’ দেখা যাওয়ায় মৌলিক চাহিদাগুলো অনেকটা অনিশ্চিত হয়ে চলেছে।
আরও পড়ুন: তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ দল, ৯ জনের লাশ পুনরুদ্ধার
পরিবেশ ও নগরায়ন মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪১ হাজার ৫০০ এর বেশি ভবন ধ্বংস হয়ে গেছে বা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হবে। ওই ভবনগুলোর নিচে লাশ রয়েছে এবং নিখোঁজের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
তুরস্কের অনেকেই বিশাল ধ্বংসযজ্ঞের জন্য ত্রুটিপূর্ণ নির্মাণকে দায়ী করেন এবং কর্তৃপক্ষ ধসে পড়া ভবনের সঙ্গে জড়িত ঠিকাদারদের শনাক্ত করা অব্যাহত রেখেছে।
তুরস্ক যে ভবন নির্মাণ আইন চালু করেছে তা ভূমিকম্প-ইঞ্জিনিয়ারিং মান নিশ্চিত করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কোডগুলো খুব কমই প্রয়োগ করা হয়।
সোমবার পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৩ জনে। কর্মকর্তারা প্রতিক্রিয়ার প্রথম সপ্তাহ থেকে মৃত্যুর সংখ্যার আপডেটের পুনরাবৃত্তির হার হ্রাস করেছে। এখন দিনে একবার বা দুবার বড় সর্বশেষ তথ্য প্রকাশ করছে।
উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট’র তথ্যানুসারে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা দুই হাজার ১৬৬ জনে পৌঁছেছে।
এছাড়া দামেস্কে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, সরকার-নিয়ন্ত্রিত এলাকায় এক হাজার ৪১৪ জন মারা গেছে। সিরিয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৫৮০ জনে।
মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বেঁচে যাওয়া হাজারো মানুষ
১ বছর আগে
উদ্ধারকারী ট্রলারে ফিরেছেন দেড় শতাধিক জেলে, এখনও নিখোঁজ ২৫০
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ১৮টি ট্রলারের দেড় শতাধিক জেলেকে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আড়াই শতাধিক জেলে।
শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মৎস্য আড়ত মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা এসব জেলেকে নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছায়।
এ সময় জেলেরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে ট্রলার থেকে পড়ে গিয়ে চরফ্যাশনের জনতা বাজার এলাকার জেলে রফিক (৩২) এখনও নিখোঁজ রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, আলীপুরের ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে সুন্দরবনসহ বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর ১১ জেলেকে ভারতের রায়দীঘির জেলেরা উদ্ধার করেছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, তারা বর্তমানে ভারতের সাউথ সুন্দরবন ফিসারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়নের হেফাজতে রয়েছে। আর বাকি জেলেদের আমাদের মালিক সমিতির ট্রলার ও স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ১২৬ জেলেসহ সাতটি ট্রলার। এছাড়া ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের সকল মালিকদের বাড়ি আলীপুরে।
মহিপুর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানান, মহিপুরের আড়তগুলোতে মাছ দেয়া ৯ টি ট্রলার ডুবে গেছে। আর এখনও অন্তত ১৩০ জেলেসহ ৯ টি ট্রলার নিখোঁজ রয়েছে। এছাড়া গভীর সাগর থেকে তীরে ফেরার পথে একটি ট্রলার থেকে রফিক নামের এক জেলে বঙ্গোপসাগরে পড়ে যায়। তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ও নিখোঁজ ট্রলারের মালিকদের বাড়ি মহিপুর, কলাপাড়া, রাঙ্গাবালী ও ভোলার চরফ্যাশন উপজেলায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আমাদের উদ্ধারকারী নৌ-যানের সংকট রয়েছে।
আরও পড়ুন:কক্সবাজারে ট্রলারডুবি: ২ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: ১৭ জেলে উদ্ধার
২ বছর আগে