বাস-ট্রলি সংঘর্ষ
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানার ছয়মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজমাতা কলস গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩ নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) এবং এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার বাসিন্দা সিনবাদ।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২
তিনি বলেন,ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। বাকিদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
তিনি বলেন, হতাহতেরা সকলেই ট্রলির আরোহী।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে; তবে বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জুন মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৬
১ বছর আগে
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩
বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলির চালক জহিরুল তালুকদারের (২৫), একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক নিহত
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, সোমবার সকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হন। এসময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আহত বায়েজিদ ও রাকিবকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।
২ বছর আগে