দিন- দ্য ডে
দিন- দ্য ডে: ৪ কোটির সিনেমা ১২০ কোটি বলে প্রচার
কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘দিন- দ্য ডে’ সিনেমাটির বাজেট ১২০ কোটি টাকা বলে জানিয়েছিলেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সিনেমাটি নিয়ে আলোচনার অন্যতম কারণ ছিল শত কোটি বাজেট। কিন্তু পুরোটাই মিথ্যাচার বলে অবশেষে জানা গেল।
‘দিন- দ্য ডে’র পরিচালক ও প্রযোজক মুর্তজা অতশা জমজম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সিনেমাটির চুক্তিপত্র প্রকাশ করেন। যেখানে দেখা যায় সিনেমাটির প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালে হওয়া চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকার বেশি।
মুর্তজা অতশা জমজম পোস্টে বাংলায় লিখেন, ২০১৮ সালে ‘দিন দ্য ডে’ নিয়ে অনন্ত জলিলের সঙ্গে চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী কথা ছিল অনন্ত জলিল পুরো টাকাটাই বিনিয়োগ করবেন। বিনিয়োগকারী হিসেবে তিনি ছবির লভ্যাংশের ৮৫ শতাংশ নিবেন এবং প্রযোজক হিসেবে আমি ১৫ শতাংশ পাবো।
তিনি আরও লিখেন, চলচ্চিত্রের চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে অনন্ত জলিলের অর্থায়নে সিনেমাটি তৈরি হবে (কারণ এই ধারার চলচ্চিত্র ইরানের জনগণের পছন্দের না)। সেই সঙ্গে চুক্তিপত্রে স্পষ্টত তার নামটি এই চলচ্চিত্রের বিনিয়োগকারী ও অভিনেতা হিসেবে এবং আমার নামটি প্রযোজক ও পরিচালক হিসেবে নিবন্ধিত হয়েছে।
সিনেমার বাজেট নিয়ে মুর্তজা জানান, চলচ্চিত্রটির চুক্তি ও বাজেটের পরিমাণ পাঁচ লাখ মার্কিন ডলার ছিল। অর্থাৎ আমরা ইরানি টিম কাজ করব এবং অনন্ত জলিল টাকা খরচ করবেন। চলচ্চিত্রের লভ্যাংশের ৮৫ শতাংশ বিনিয়োগকারীকে এবং ১৫ শতাংশ প্রযোজক হিসেবে আমাকে দেয়া হবে। সিনেমার বাজেট ঘোষণায় উনার দাবির পরিমাণ স্পষ্টভাবে লেখা আছে। তিনি ‘ডে’ সিনেমার নির্মাণ ব্যয় দশ মিলিয়ন মার্কিন ডলার প্রচার করেছেন। যদিও তিনি এখন পর্যন্ত খরচের গুরুত্বপূর্ণ অংশ পাঁচ লাখ মার্কিন ডলার পুরোটা পরিশোধ করেননি। যেখানে কি-না দশ মিলিয়ন ডলারের দাবি, মূল বাজেটের প্রায় ত্রিশ গুণ বেশি দাবি!
এমন পোস্টের প্রতিক্রিয়ায় অনন্ত জলিল গণমাধ্যমে বলেন, ‘আমি পরিচালকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাব। কিন্তু তিনি তো বাংলা লিখতে পারেন না। তাই বোঝা যাচ্ছে, বাংলাদেশ থেকে কেউ এটি পরিচালনা করছেন।’
আরও পড়ুন:অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক
অনন্ত জলিলের ছবি ‘দিন-দ্য ডে’র ট্রেইলার প্রকাশ
২ বছর আগে