কেরালা
ভারতের দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫১
ভারতের দক্ষিণাঞ্চলে একাধিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। কাদা ও ধ্বংসস্তূপের মধ্যেই তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় চা বাগান ও আশেপাশের গ্রামগুলোতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আইজাজ জানান, কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় পাহাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে ভূমিধস হয়। বাড়িঘরের পাশাপাশি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
আইজাজ আরও বলেন, কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে বের করে আনতে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে। রাতভর ১২ জনেরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় এবং ভূমিধস অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
এর আগে মঙ্গলবার হতাহতের সংখ্যা উল্লেখ করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তিন হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে কতজন আটকে রয়েছেন তা স্পষ্ট করে বলতে পারেননি মুখ্যমন্ত্রী।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হতাহতদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক।
আরও পড়ুন: ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধস, নিহত ৯৩
৩ মাস আগে
ভারতে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু
ভারতের কেরালায় মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রথম মাঙ্কিপক্সের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার বিকালে মারা যাওয়া ২২ বছর বয়সী ওই ব্যক্তি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফিরেছিলেন। রাজ্য সরকার তার মৃত্যুর তদন্ত শুরু করেছে।
রিপোর্টে বলা হয়েছে, কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা মৃত ব্যক্তি বিদেশ থেকে ফিরে আসার পর তার দেহে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ দেখা যায়নি। তবে, তিনি বিদেশ থাকা অবস্থায় করা পরীক্ষার পজিটিভ রিপোর্ট শনিবার তার স্বজনেরা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে। এরপর স্বাস্থ্য বিভাগ তার নমুনা জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে (এনআইভি) পাঠিয়েছে, যার ফলাফল এখনও পাওয়া যায়নি।
রিপোর্টে আরও বলা হয়, ‘ওই যুবকের মাঙ্কিপক্সের কোন উপসর্গ ছিল না। তাকে এনসেফালাইটিস ও ক্লান্তির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল... মাঙ্কিপক্সে মৃত্যুর হার খুবই কম হওয়ায় মৃত্যুর বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে।’
এতে আরও বলা হয়, তার মৃত্যুর পর তার সঙ্গে সশরীরে যোগাযোগ হওয়া সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতে এ পর্যন্ত চারজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এদের মধ্যে কেরালায় তিনজন ও দিল্লিতে একজন শনাক্ত হয়েছে। গত ১৪ জুলাই দেশটিতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত শনাক্ত হয়। চিকিৎসার পর ওই রোগী সুস্থ হয়ে উঠেছেন,পরবর্তী পরীক্ষায় ফলাফলও নেগেটিভ এসেছে। বাকিরাও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু
মাঙ্কিপক্স: বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
২ বছর আগে
ভারতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ২১
ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
কর্মকর্তারা বলছেন, রাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা কোট্টায়াম ও ইদুক্কি থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে জেলা দু’টিতে বিশাল ভূমিধস হয়।
আরও অনেকে নিখোঁজ রয়েছে এমন আশঙ্কায় দেশটির জাতীয় দুর্যোগ সাড়াদান ফোর্স ও সেনাবাহিনী উদ্ধার প্রচেষ্টায় সহযোগিতার জন্য তাদের টিম নিয়োগ করেছে।
ভারী বৃষ্টিপাত কমলেও রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ১০০ এর বেশি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
ভুক্তভোগীদের উদ্ধারে কর্তৃপক্ষ কাজ করছে উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আমি প্রত্যেকের নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া করি।’
এর আগে ২০১৮ সালে বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় কেরেলায় ২২৩ জন মারা যান এবং শত শত মানুষ গৃহচ্যুত হন।
আরও পড়ুন: ভারতে ভূমিধসে ১১ জনের মৃত্যু
রাতে ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘গুলাব’
৩ বছর আগে
কেরালায় প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিহত ৯
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বন্যা ও ভূমিধসে রাজ্যের কোট্টায়াম ও ইদুক্কি জেলায় কয়েক ডজন ঘরবাড়ি ভেসে যাওয়ায় আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
শনিবার বিকাল থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশের পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
রাজ্য সরকারের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এখনো প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন।’
ওই কর্মকর্তা বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে কিছু এলাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’
পড়ুন: কুমুদিনী হাসপাতালের জন্য ভারতের অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী উপহার
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই পরিস্থিতে শনিবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন এবং দুই জেলার কর্মকর্তাদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।
ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। তিনি কেরালা রাজ্যের সংসদ সদস্য।
কেরালা এবং ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এ বছর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রে জুলাই মাসে ভূমিধসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
কেরালায় ২০১৮ সালের আগস্টে বন্যায় ৪০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল, যাকে এক শতাব্দীর মধ্যে রাজ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা বলে মনে করা হয়।
পড়ুন: পদ্মা সেতু থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবক ৬ দিনের রিমান্ডে
৩ বছর আগে
ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ
ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে কেরালা।
৪ বছর আগে