জিয়াউর
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি বিএনপির
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
১ সেপ্টেম্বরের কর্মসূচি অনুযায়ী সকাল ৬টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া বিএনপির সিনিয়র নেতারা দুপুর ১২টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে বিকাল ৩টায় দিনটি উদযাপনে দলের নেতা-কর্মীরা নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি করবেন।
পরদিন ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় আলোচনা সভা করা হবে।
বিএনপির অঙ্গসংগঠন ও সকল শাখার নেতা-কর্মীরা সারাদেশে দিনটির প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা ও র্যালিসহ নানারকম কর্মসূচি পালন করবে।
আত্মনির্ভরশীল বাংলাদেশ নির্মাণে ১৯ দফার ভিত্তিতে জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর কয়েক মেয়াদে দেশ শাসনও করে দলটি।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে আগামী ৩০ আগস্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির যৌথ আয়োজনে একটি মানববন্ধন করবে বিএনপি।
আরও পড়ুন: জনতার ঢেউয়ে সরকার ভেসে যাবে: ফখরুল
ভারতের ‘সমর্থন চাওয়া’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় বিএনপি
অন্যের সহায়তায় যারা ক্ষমতায় আছে তারা বাংলাদেশকে শাসন করতে পারে না: ফখরুল
২ বছর আগে