আমদানিতে বাধা নেই
রাশিয়া-ইউক্রেনসহ কোন দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী
রাশিয়া-ইউক্রেনসহ কোন দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী
ঢাকা ২৫ আগস্ট (ইউএনবি)-রাশিয়া-ইউক্রেনসহ কোন দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মিটিং এ খাদ্য সামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোন সমস্যা নেই,আন্তর্জাতিকভাবেও কোন সমস্যা নেই সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুন:টিসিবির পণ্য বিক্রি নিয়ে টিআইবির প্রতিবেদন সঠিক নয়: বাণিজ্যমন্ত্রী
তিনি আরও বলেন, খাদ্যের মজুদ কেমন আছে, সার্বিক বিষয়ে আলোচনা করেছি। জ্বালানি তেল নিয়ে আজ কোন আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক; আন্তর্জাতিকভাবে কোন বাধা নাই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে আমদানি করতে পারবে ।
আরেক প্রশ্নে মন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোন আলোচনা হয়নি।
তিনি বলেন, তেল নিয়ে কোন আলোচনা হয়নি। এক্সপোর্টের বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আজকে সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোন বাধা নেই।
আরও পড়ুন:বাণিজ্যমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
এলডিসি থেকে বেরিয়ে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ: ডব্লিউটিও’র এমসি-১২তে বাণিজ্যমন্ত্রী
২ বছর আগে