পাল্টা ধাওয়া
ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, ল্যাব এইড ক্লিনিক ভাঙচুর
বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৮১ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার
এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ল্যাব এইড নামে একটি ক্লিনিকের সামনের অংশ ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরের উকিল পাড়া টাউন স্কুলের সামনে থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫
এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিএনপি নেতা-কর্মীদের মিছিল করতে নিষেধ করে। একপর্যায়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।
৯ মাস আগে
সিলেটে আ'লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের শোক সভায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ভিপি নুরের নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ময়ুরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুর কিছু সময় পড়ে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃস্টি হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, শোকসভায় একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে নেয়। এখন যথারীতি অনুষ্ঠানের কার্যক্রম চলছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন:হরতাল: সুনামগঞ্জে হেফাজত ও যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
২ বছর আগে