আন্তঃনগর
৮ জুন চরকির পর্দায় আসছে ‘আন্তঃনগর’
নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেওয়া কিছু গল্পের সমাহার হয়েছে চরকির অরিজিনাল সিনেমা ‘আন্তঃনগর’-এ। পরিচালক গৌতম কৈরী নৈপুণ্যের সঙ্গেই গল্প লেখা ও পরিচালনার কাজটি করেছেন। এটি মুক্তি পাবে আগামী ৮ জুন রাত ৮টায় চরকির পর্দায়।
‘আন্তঃনগর’ এর অভিনয় করেছেন- শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মন্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ ও নাফিস আহমেদসহ অনেককে।
এই সিনমায় সিএনজিচালকের চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে।
সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তঃনগর-এ কাজ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছিল। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। সহশিল্পী হিসেবে রুনা আপুর সঙ্গে কাজ করতে ভালোলাগে। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।’
আরও পড়ুন: চঞ্চল -বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
এদিকে প্রথমবারের মতো চরকির কোনো কাজে দেখা যাবে রুনা খানকে।
তিনি বলেন, ‘সিনেমায় আমার সহশিল্পী ছিলেন শ্যামল ও জয় রাজদা। তারা দুজনেই গুণী অভিনেতা। প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাদের গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরন এক ভিন্ন রকম ছিলো। আশা করছি দর্শকরা এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।’
‘আন্তঃনগর’-এ আছেন সোহেল মণ্ডলও।
তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘গৌতম কৈরির সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিলো। পরিচালক হিসেবে তিনি বেশ বন্ধুসুলভ। পুরো টিম ছিলো ক্রিয়েটিভ তাই কাজের অভিজ্ঞতা দারুণ। শবনম ফারিয়ার একজন ফূর্তিবাজ শিল্পী তাই দারুণ সময় কেটেছে কাজের সময়। এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয়ও আছে। দারুণ একটি গল্প এটি তবে দর্শকরা কীভাবে নেয় সেটা হলো বিষয়।’
অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘এই সিনেমায় যারা আছেন সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিলো। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহল ভাই সবাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ।
ফারিয়া আরও বলেন, ‘এই সিনেমার গল্প নারীদের জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে এই গল্পটা নিয়ে প্রত্যাশা অনেক বেশি।’
‘আন্তঃনগর’ নিয়ে পরিচালক গৌতম কৈরি বলেন, ‘আমার প্রথম সিনেমা আন্তঃনগর। মিশ্র এক অনুভূতির মধ্য দিয়েই যেতে হয়েছে আমাদের। আন্তঃনগর-এ সকল অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি করেছে। এখানে দুইজন নতুন অভিনয়শিল্পীর সঙ্গে দর্শক পরিচিত হবে। তাদের ডেডিকেশন লেভেলের প্রশংসা করতেই হবে।’
আরও পড়ুন: ‘সুলতানপুর’ প্রেক্ষাগৃহে আসছে ২ জুন
প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান ‘বোকা মন’
১ বছর আগে
আন্তঃনগর রেলসেবায় নতুন টিকিটিং ব্যবস্থা চালু
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল তা থেকে বের হওয়ার জন্য ‘টিকিট যার, ভ্রমণ তার’ কার্যক্রম আমরা শুরু করেছি যা আজ (বুধবার) থেকে কার্যকর হচ্ছে।
রেলমন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘টিকিট যার, ভ্রমণ তার’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ও স্মার্ট রেলওয়ে গঠনের অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থার চালু করা ও টিকিট চেকিং ব্যবস্থায় পস মেশিন হস্তান্তর উপলক্ষে এসব কথা বলেন।
রেলমন্ত্রী এ সময় বলেন, ‘যাত্রীরা যাতে আরও বেশি সুযোগ-সুবিধা পেতে পারে এবং কোনো প্রকার কালোবাজারি ছাড়াই নিজের টিকিট নিজে কাটতে পারে সেটি করার জন্যই আমরা টিকিটে জাতীয় পরিচয়পত্র সংযোজন করেছি।’
আরও পড়ুন: যাত্রী সেবা বৃদ্ধি করাই রেলসেবা সপ্তাহ পালনের মূল লক্ষ্য: মন্ত্রী
তিনি বলেন যে এটিই শেষ নয়, প্রয়োজনে আমরা আরও সংস্কার করবো যাত্রীসহ সকলের মতামত নিয়ে।
তিনি উল্লেখ করেন, মূল বিষয় হচ্ছে জাতীয় পরিচয়পত্র ছাড়া এবং রেজিস্ট্রেশন ছাড়া টিকিট ক্রয় করা যাবে না এবং কেউ ভ্রমণ করতে পারবে না। এখন শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে। আমরা অনলাইনে ৫০ শতাংশ এবং কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রি করে থাকি।
মন্ত্রী এ সময় আরও উল্লেখ করেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। টিটিইদের বিরুদ্ধে এতদিন যে অভিযোগ ছিল টাকা সরকারি খাতে জমা না দেয়ার সেটাও এর মাধ্যমে বন্ধ হয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘আজ আমরা একসঙ্গে একশ’ পস মেশিন হস্তান্তর করেছি এবং যারা এগুলো চালাবেন তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে।’
এছাড়া আরও একটি সুবিধা আজ থেকে কার্যকর হচ্ছে- অনলাইনে টিকিট বাতিলের জন্য আর কাউন্টারে যেতে হবে না। আজ থেকে অনলাইনেই টিকিট বাতিল করা যাবে।
মন্ত্রী জানান তিনি কাউন্টার পরিদর্শন করলে যাত্রীদের মধ্যে এ বিষয়ে স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছেন।
মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে আমরা যাত্রীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়াতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এনআইডির তথ্য পাচারের কোনো সুযোগ নেই। কারণ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছি। যতটুকু দরকার ততটুকু তথ্যই আমরা নেব এবং মূল সার্ভারের সঙ্গে তথ্যগুলো যুক্ত থাকবে।
পরে মন্ত্রী ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সঙ্গে এ বিষয়টা নিয়ে মতবিনিময় করেন।
এ পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু
১ বছর আগে
কুষ্টিয়ায় ট্রেনে ঢিল ছুঁড়ে যুবক কারাগারে
কুষ্টিয়ায় চলন্ত আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আশারাফুল ইসলাম নামের এক ট্রেনে যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহূর্তে মধুমতি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনজের আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় রেলওয়ে পুলিশ পাথর ছোড়ার পরপরই ওই যুবককে গ্রেপ্তার করেছে। তাকে পোড়াদহ জিআরপি থানায় নেয়া হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে কটূক্তি: নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে
তিনি জানান, আটক ওই যুবকের নাম সুমন আলী (২৪)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পোড়াদহ জিআরপি থানায় মামলা হয়েছে। পুলিশের হাতে আটক হওয়ার পর সুমন নিজেকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে দাবি করলেও পুলিশ বলছে তার আচার-আচরণে এ রকম কোন লক্ষণ ধরা পড়েনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত যুবক সুমন একজন ভবঘুরে। যেহেতু সে একটি গুরুতর অন্যায় করেছে এবং ওই ঘটনায় একজন আহত হয়েছেন সেই সাথে তার নিক্ষেপ করা পাথরে ট্রেনের ক্ষয়-ক্ষতি হয়েছে সে কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ২৩ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার কারাগারে
ভোলায় শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, দাদি কারাগারে
২ বছর আগে