ফোকাস
আমাদের ফোকাস জাতীয় নির্বাচনেই: ইসি
জাতীয় নির্বাচনকে মূল কেন্দ্রবিন্দুতে রেখেই এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে সব স্থানীয় নির্বাচন একসাথে করাও সম্ভব না বলে জানিয়েছেন তারা।
রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এমন তথ্যই দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) সামগ্রিক ফোকাস (মনোযোগ) জাতীয় নির্বাচন নিয়ে, অন্য কোনো নির্বাচন নিয়ে নয়। জাতীয় নির্বাচনের আগের রি-অ্যাকশন টাইম দিতে হবে। তাই জাতীয় নির্বাচনকে ব্যাহত করে এমন ইভেন্ট আসা ঠিক হবে না।’
১৪তম নির্বাচন কমিশনের এই দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব সভায় উপস্থিত ছিলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এছাড়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।’
আরও পড়ুন: আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দিবে’: সিইসি
তিনি আরও বলেন, ‘বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে একটা সংস্কার কমিশন কাজ করছে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে, সেটা করতে একটা সময়ও লাগবে।’
দেশের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান তিনি। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তারপরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্কার কমিশন যে সিদ্ধান্ত নেবে, তারা তা বাস্তবায়ন করবেন। তবে সরকার যদি চায় আমাদের দিয়ে সব নির্বাচন একসঙ্গে করাবে, সেই ক্ষেত্রে আমাদের অবস্থান হলো সব নির্বাচন একসঙ্গে করা ঠিক হবে না।’
‘সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভবও নয়। এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়নি। আলোচনার আলোকে স্বপ্রণোদিতভাবে এটা নিয়ে আলোচনা হয়েছে,’ যোগ করেন এই ইসি কমিশনার।
৩২৭ দিন আগে
তিন দিনব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী শুরু
ঢাকা, ২৭ আগস্ট (ইউএনবি)-তিন দিনব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী ‘পেইন্ট ইওর ড্রিম- ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে।
ফোকাস বাংলাদেশের বার্ষিক আয়োজন শুক্রবার রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে এ আয়োজন শুরু হয়।
প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, সার্বিয়া সহ ১৩টি দেশের ৩০০ জনের বেশি শিশু শিল্পী অংশগ্রহণ করেছে।
প্রদর্শনীটির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাসিক আহমেদ, খান মোহাম্মদ বিলাল,ড.রাশেদ সুখন, তাহমিনা শিল্পী, মো.শহীদ হোসেন।
আয়োজক মো. কাওসার হোসেন বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ে বড় ভূমিকা রাখতে পারে। কারণ এর মাধ্যমে তারা তাদের স্বপ্নকে রঙ ও সীমাহীন কল্পনার মাধ্যমে প্রকাশ করে।’
আরও পড়ুন:গ্রিসে বিশেষ প্রদর্শনীতে 'হাসিনা: এ ডটারস টেল'
১১৯৭ দিন আগে