জার্নাল
‘স্টেম সেল’ ব্যবহার করে কৃত্রিম ইঁদুর ভ্রূণ তৈরি
শুক্রাণু ও ডিম্বানু ছাড়াই ‘স্টেম সেল’ থেকে ইঁদুরের কৃত্রিম (সিন্থেটিক) ভ্রূণ তৈরি করেছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবারে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপতত্রে এ তথ্য জানানো হয়েছে।
যার গবেষক হচ্ছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ম্যাগডালেনা জের্নিকা-গোয়েটজ ও তার সহকর্মীরা।
স্টেম সেল হচ্ছে প্রাণীদেহের আদি কোষ। যা ব্যবহার করে নতুন কোষ তৈরি করা যায়।
পরীক্ষাগারে তৈরি করা এই ভ্রূণ নিষিক্তকরণের সাড়ে আটদিন পর্যন্ত একটি প্রাকৃতিক ইঁদুর ভ্রুণের মতো কাঠামো বহন করে যা অনেকটা স্পন্দিত হৃদয়ের মতো।
বিভিন্ন রোগের প্রাথমিক বিকাশ পর্ব ও বিস্তার সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানীরা এই কৃত্রিম ভ্রুণ ব্যবহার করবেন বলে আশা করছেন। এতে জীবিত প্রাণী হত্যার প্রয়োজন পরবে না। তাছাড়া এটি ভবিষ্যতে গবেষণার জন্য কৃত্রিম মানব ভ্রুণ তৈরির ভিত্তি তৈরি করেছে।
আরও পড়ুন: সাশ্রয়ী দামে করোনা শনাক্তের কিট উদ্ভাবন বাংলাদেশের বিজ্ঞানীদের
স্পেনের ন্যাশনাল বায়োটেকনোলজি সেন্টারের একজন গবেষক অধ্যাপক লুইস মন্টোলিউ বলেন,‘নিঃসন্দেহে আমরা একটি নতুন প্রযুক্তিগত বিপ্লবের মুখোমুখি হচ্ছি,যদিও এখন তা অপ্রতুল। তবে রয়েছে অবারিত সম্ভাবনা।’
গবেষণাপত্রটিতে কৃত্রিক ইঁদুর ভ্রুণ সম্পর্কে সর্বশেষ তথ্য দেয়া আছে।
ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের জ্যাকব হানা ও তার সহকর্মীদের অনুরূপ একটি গবেষণাপত্র সেল জার্নালে মাসের শুরুর দিকে প্রকাশিত হয়। নেচারে প্রকাশিত গবেষণা পত্রের একজন সহলেখক হচ্ছেন হানা।
আরও পড়ুন: মা আক্রান্ত হলেও গর্ভের সন্তানের করোনা হওয়ার সম্ভাবনা কম: গবেষণা
২ বছর আগে