হৃদয়বিদারক ঘটনা ১৫ আগস্ট
ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা ১৫ আগস্ট: সৈয়দ সাফায়েতুল ইসলাম
১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম (অব.)।
তিনি বলেন, ‘আগস্ট মাসের শুরুটা হয়েছে শেখ কামালের জন্মদিন দিয়ে। তারপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন। তারপর ঘটে গেল সেই ১৫ আগস্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা। সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।’
শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা অডিটরিয়ামে সৈয়দ সাফায়েত ও সৈয়দ মাহবুবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ১৫ আগস্টের পর ১৭ আগস্ট সিরিয়াল বোমা। একসঙ্গে ৫০০ বোমা মেরে সন্ত্রাসীদল আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারপর একদম শেষে ২১ আগস্ট। আমাদের একমাত্র আশার আলো, আমাদের একমাত্র প্রদীপ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয় ২১ আগস্ট। সেই পরিকল্পনা সফল হলে আমরা হয়তো এতোদিন ক্ষমতায় থাকতে পারতাম না।
আরও পড়ুন:২১ আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত সরকার দায়ী: প্রধানমন্ত্রী
শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন প্রতিজ্ঞা করি, এই শোক যেন শক্তিতে পরিণত হয়।’
কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী দিনে কবির দুই লাইন আবৃত্তি করে সহযোদ্ধাদের সতর্ক করেন মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম, ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।’
এই হত্যাকাণ্ডকে প্রচণ্ড ঘৃণার চোখে দেখার আহ্বান জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহবুবা বলেন, এখানেই শেষ নয়। তারা আমাদের জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। যে হামলায় আইভি রহমানসহ ২২ জন নিহত হন।
রিফাত উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজাল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ডা. দ্বীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন:হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে শুনানি শেষ, সিদ্ধান্ত ২৮ আগস্ট
ঘাতকরা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী
২ বছর আগে