সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র
খুলনায় সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র, প্রতারক গ্রেপ্তার
সেনাবাহিনীতে চাকরির নাম করে ভুয়া নিয়োগপত্র দেয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের চেক ও মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. নুর ইসলাম (৪৬) খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
শনিবার র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে ডুমুরিয়া এলাকায় চাকুরি দেয়ার নামে এক প্রতারক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে কিছু ভুয়া নিয়োগপত্র দিয়েছেন।
আরও পড়ুন:খুলনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ১৫ জন আহত
র্যাব-৬ এর একটি আভিযানিক দল রাত ৯টায় ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মো. নুর ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর চাকরির ভুয়া নিয়োগপত্র দুটি, একটি পাতা চেক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। জব্দ আলামত ও গ্রেপ্তার আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব কর্মকর্তা জানান।
আরও পড়ুন:খুলনায় এলপি গ্যাস ক্রস ফিলিং চক্রের ৩ সদস্য আটক
বৃষ্টি অভাবে খুলনায় ফসল আবাদে নদীর পানি ব্যবহার
২ বছর আগে