ঢাকা-বরিশাল মহাসড়ক
কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বিএম কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
রবিবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ
এর আগে কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনের মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেছিলেন বিএম কলেজ শিক্ষার্থীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল পৌনে ৪টায় মহাসড়কে অবস্থান করছিলেন তারা।
এ কারণে মহাসড়কে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
ববি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের আগে বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সভা শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় ববির চার আবাসিক হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তৃতা দেন, ববি শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।
২৫৯ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বরিশালের গৌরনদী উপজেলার বার্থিবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফায়ার সাভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক নিহত
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
৫৪৮ দিন আগে
বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩, আহত ৩
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় তিনজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানার ছয়মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রাজমাতা কলস গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩ নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) এবং এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার বাসিন্দা সিনবাদ।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২
তিনি বলেন,ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। বাকিদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
তিনি বলেন, হতাহতেরা সকলেই ট্রলির আরোহী।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে; তবে বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জুন মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৬
৬১৭ দিন আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলা মানিককাডি এলাকার ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি আক্তার (৪০)।
বরিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী বলেন, বেলা পৌনে ১২টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয় এবং অপর দু’জন আহত হয়।
আরও পড়ুন:বরিশালে নির্মাণাধীন ভবনের ছাদে যুবকের ঝুলন্ত লাশ
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যায় তারা।
বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়েছে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন:বরিশালে আত্মহত্যা প্ররোচনা মামলায় যুবক গ্রেপ্তার
বরিশালে ২০ হাজার শিশুকে করোনার টিকা দেয়া হবে
৯৩৮ দিন আগে