এক ব্যক্তি
গাইবান্ধায় হেরোইন বিক্রির অপরাধে এক ব্যক্তির যাবজ্জীবন
গাইবান্ধায় হেরোইন বিক্রির অপরাধে সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দিয়েছেন।
সোহাগ মিয়া গাইবান্ধার শহরের মহুরী পাড়ার রেলওয়ে কলোনীর বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে ১১০ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় সোহাকে। পরে একইদিন সোহাগের নামে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন উপপরিদর্শক (এসআই) শরীফ হোসেন। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
আরও পড়ুন:
৪ সপ্তাহ আগে
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জহুরুল শাজাহানপুর উপজেলার ফুলতলা চককান পাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি অ্যাম্বুলেন্স ভাড়ার কাজ করতেন।
আরও পড়ুন:ছুরিকাঘাতে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আহত
এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় হোটেল নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ির ইন্ডিকেটর ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জহুরুল। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:পছন্দের পাত্রীকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা!
মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
২ বছর আগে
খুলনায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
খুলনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের লাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন তাকে ধাক্কা দিলে লাইন থেকে পড়ে যান তিনি। এসময় ট্রেনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে গেলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:চৌগাছায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির জানান, চিত্রা এক্সপ্রেস নামে একটি ট্রেন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে যায়। ফুলবাড়ি গেট ডাক্তার বাড়ি নামকস্থানে অজ্ঞাতনামা এক ব্যক্তি রেল লাইন ধরে হাঁটছিলেন। সতর্কবার্তা পাঠানো সত্বেও লাইন থেকে তিনি সরেননি।
ওসি বলেন, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
২ বছর আগে