পদ্মা এক্সপ্রেস
লাইনচ্যুতির আড়াই ঘন্টা পর ঢাকায় যাত্রা করেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস
লাইনচ্যুতির প্রায় আড়াই ঘন্টা পর নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি।
আব্দুলপুর জংশনের মাস্টার নিজাম উদ্দিন জানিয়েছেন, লাইনচ্যুতির দুই ঘন্টা ২৫ মিনিট পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পদ্মা এক্সপ্রেস ট্রেনের অবশিষ্ট বগির সঙ্গে সংযুক্ত করে সেটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে। আর মালবাহী ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিকে রাজশাহী পাঠানো হয়।
তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রবিবার বিকাল ৫টার দিকে আব্দুলপুর জংশনে এসে পৌঁছায়। কিন্তু জংশনে থামানোর সময় ব্রেক কাজ না করায় ট্রেনটির ইঞ্জিন ও পেছনের পাওয়ার কার লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। একাধিক লাইন থাকায় বিকল্প লাইনে ট্রেন চলাচলও স্বভাবিক রাখা হয়।
আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা
গাজীপুরে বগি লাইনচ্যুত: সাড়ে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
২ বছর আগে