পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
বিশেষ নিরাপত্তায় রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান
বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান পাবনার রূপপুরে যাচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে চালানটি বঙ্গবন্ধু সেতু এলাকা অতিক্রম করে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে পৌঁছেছে
টাঙ্গাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
এসপি কায়সার বলেন, যান চলাচল বন্ধের কারণে নিয়মিত যাত্রীদের অসুবিধা সত্ত্বেও, তারা দীর্ঘ অসুবিধায় পড়েননি, কারণ বহরটি অতিক্রম করার পরে দ্রুত ট্র্যাফিক ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আমদানিতে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ গ্যারান্টি: কর্মকর্তা
১ বছর আগে
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১৮ মিলিয়ন ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধের অনুমোদন বাংলাদেশের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চীনের মুদ্রা ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধে সম্প্রতি ৩১৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে চীনা ব্যাংক অ্যাকাউন্টে ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউরোপীয় বিষয়ক প্রধান উত্তম কুমার কর্মকার ইউএনবিকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে: আইএইএ প্রধান
তিনি বলেন, গত বৃহস্পতিবার ইআরডির বৈঠকে ঋণ পরিশোধে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঋণ পরিশোধে চীনা মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো লেনদেন সম্পন্ন হয়নি। অর্থপ্রদানের বিষয়টি স্পষ্ট করা এবং সমাধান করা দরকার।
বিষয়টির কূটনৈতিক সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকার এই সিদ্ধান্ত মার্কিন ডলারে নিষেধাজ্ঞা-বিধ্বস্ত রাশিয়াকে অর্থ পরিশোধে উদ্ভূত সমস্যার সমাধান করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা বিশ্বের অন্যতম অর্থপ্রদান ব্যবস্থা সুইফট থেকে বাদ দিয়েছে।
অন্যদিকে, রাশিয়ার ঋণে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ডলারে ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুটি জাহাজ
ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিলম্ব: মন্ত্রী
১ বছর আগে
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে: আইএইএ প্রধান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান সোমবার বলেন, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার বহুল প্রতীক্ষিত বিশেষজ্ঞ মিশন শুরু হতে যাচ্ছে।
আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি দীর্ঘদিন ধরে জাপোরিঝিয়া কেন্দ্রের প্রবেশাধিকার চাচ্ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রটি ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র।
গ্রসি টুইটারে লিখেছেন, ‘দিনটি চলে এসেছে।’ এর সাথে যোগ করেন, ‘ভিয়েনাভিত্তিক আইএইএ এর ‘সহায়তা ও সহকারী মিশন’ এখন যাত্রা পথে।’
আরও পড়ুন: যুদ্ধ: ইউক্রেনে রেকর্ড মানবিক সহায়তা সংকটের মুখে জাতিসংঘ
আমাদের অবশ্যই ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা রক্ষা করতে হবে। এ সপ্তাহের শেষ দিকে #জেডএনপিপি (জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট) তে এই মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত৷ – ১৩ জন বিশেষজ্ঞের সাথে নিজের একটি ছবি দিয়ে গ্রসি একথাগুলো লেখেন।
সাম্প্রতিক দিনগুলোতে বিদ্যুৎ কেন্দ্রে বা এর আশে পাশে রাশিয়া ও ইউক্রেন উভয়ই যুদ্ধ পরিচালনা বন্ধ রেখেছে। তারা যুদ্ধের কারণে বড়ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার তীব্র ভয়ে আছে।
আরও পড়ুন: রুশ হামলায় এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ইউক্রেনীয় সৈন্য
২ বছর আগে