গ্রেপ্তার ৬
বগুড়ায় ২ কিশোর অপহরণ, মুক্তিপণ নিয়ে পালানোর সময় গ্রেপ্তার ৬
ডিবি পরিচয়ে বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে একদল লোক অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে তারা অপহরণ করেছিল ওই যুবকদের।
আরও পড়ুন: বান্দরবানে রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি
গ্রেপ্তাররা হলেন— শাহীন মোহাম্মদ অনু ইসলাম, রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মো. মাহবুর আলম, মো. বাশির আলী ও মেহেদী হাসান।
এ সময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা নগদ, ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া অপহরণের শিকার দুই ফ্রিল্যান্সার হলেন— ধুনট উপজেলার দিগলকান্দি গ্রামের রাব্বি (১৯) ও জাহাঙ্গীর (২৪)।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
অপহরণের শিকারদের পরিবারের অভিযোগ, গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ব্যক্তি তাদের বাড়িতে আসে। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এরপর শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় নিয়ে গিয়ে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করে গুম করার হুমকি দেওয়া হয়। রাতেই জাহাঙ্গীরের পরিবার ২ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাব্বির পরিবার বিকাশের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালে তিনিও ছাড়া পান। রাব্বি মুক্তি পাওয়ার পর তার পরিবার মোটরসাইকেল নিয়ে অভিযুক্তদের গাড়ির পিছু নেয়। পরে নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় হাইওয়ে পুলিশের টহল দলের কাছে তারা ঘটনা জানান। পুলিশ আটকানোর চেষ্টা করে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে হকারকে ‘অপহরণ’, যুবদল নেতা গ্রেপ্তার
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‘রাতের টহলের সময় খবর পাই যে, একদল ব্যক্তি পুলিশ পরিচয়ে মুক্তিপণ আদায় করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।’
২ দিন আগে
সিলেটে পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৬
সিলেট পৃথক অভিযানে ৬৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় চিনি চোরাচালানকালে জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরসঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার এবং ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামন থেকে ৪০০ বস্তা চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।েএ ঘটনায় গ্রেপ্তার দুইজন হলেন- মো. মশিয়ার ঢালী ও মো.আব্দুল আলীম।
দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন প্যারাইরচক পয়েন্ট থেকে চোরাচালানকালে ৪৫ লাখ ৩০ হাজার টাকার চিনি জব্দসহ চোরাই কাজে ব্যবহৃত দুইটি ট্রাকও জব্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন, আবু বক্কর, মো. শরীফ আহমদ, মো. রকি ইসলাম প্রকাশ লালন মিয়া ও মো. ইমামুল ইসলাম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৩৪৮ দিন আগে
গোয়ালন্দে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৬
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহন ও সেবনের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়া (যৌনপল্লী) থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গোয়ালন্দ পৌরসভার রেজাউল শেখ (৩৭), একই এলাকার আজাদ খান (৪১), ফরিদপুর কোতোয়ালি থানার হানিফ ফকির (৩৮), শামীম শেখ সূর্য্য (২৮), ছমির শেখ (২৯) ও শফি প্রামানিক (৫০)।
আরও পড়ুন:কক্সবাজারে ৭ কোটি টাকার মাদক উদ্ধার বিজিবির
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায় পুলিশ। এসময় যৌনপল্লীর জনৈক সাদ্দামের বাড়ি থেকে ছয় জনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে পুলিশ হেরোইন ও ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রবিবার রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
আরও পড়ুন:আসামিদের স্বীকারোক্তি: কক্সবাজারে নারী ও মাদক দিয়ে ব্ল্যাকমেইল করা হয় পর্যটকদের
মাদক ব্যবসা: ঢাকায় ছুরিকাঘাতে নিহত ১
৯৪০ দিন আগে