প্রথম ঝলক
নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
‘রেহেনা মরিয়ম নূর’-এর ব্যাপক সফলতার পর আজমেরি হক বাঁধনের আরও একটি চমক ছিল বলিউডের সিনেমায় অভিনয়। সেটি নিয়ে অনেক জল্পনার মধ্য দিয়ে গিয়েছিল সময়টা। মুম্বাইয়ে শুটিং শেষে সেই অভিজ্ঞতার কিছুটা জানিয়েছিলেন এই অভিনেত্রী।
‘খুফিয়া’ শিরোনামে সিনেমাটির পরিচালক বিশাল ভরদ্বাজ। সোমবার (২৯ আগস্ট) রিলিজ হলো ‘খুফিয়া’র টিজার।
আরও পড়ুন: নেটফ্লিক্সের জন্য চিত্রনাট্য লিখছেন মেঘ
টিজারটি রিলিজ করেছে নেটফ্লিক্স। যেখানে এক ঝলক দেখা গেল বাঁধনকে। শাড়ি পরে রহস্যজনক এক লুকে দেখা দিয়েছেন তিনি। টিজারের শুরুতে দেখা গেছে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা বলিউড তারকা টাবুকে। এছাড়াও ছিলেন আলী ফজল, আশিষ বিদ্যার্থী।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। যার চিত্রনাট্য তৈরি হয়েছে লেখন অমর ভুশান-এর ‘এস্কেপ টু নো হোয়ার’ থেকে।
প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর আজমেরি হক বাঁধন ফিরেছিলেন ‘রেহেনা মরিয়ম নূর’ দিয়ে। এরপরই ক্যারিয়ারের সবচেয়ে সুসময় শুরু হলো তার। এই আলোচনা শেষ না হতেই মুক্তি পায় কলকাতার প্রথম ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি।’ যেটির পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি। এরপরই বাঁধনের বলিউড যাত্রা।
আরও পড়ুন: মাধবন ও সুর্ভিন চাওলা অভিনীত নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘ডিকাপল্ড’
রেড নোটিশ: নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মুভি
২ বছর আগে