এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
এমটিভি বার্ষিক মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে এ বছর ‘বর্ষসেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। তার ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ (১০ মিনিট সংস্করণ) এর জন্য বছরের সেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন সুইফট।
রবিবার নিউ জার্সির নিউইয়র্কের প্রুডেনশিয়াল সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণীর মঞ্চেই সুইফট তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশের ঘোষণা দিয়েছেন।
সুইফট বলেন, ‘আমার নতুন অ্যালবাম আগামী ২১ অক্টোবর প্রকাশিত হবে।’
পুরষ্কার বিতরণীর অনুষ্ঠানের পর রবিবারই সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে সুইফট জানান, ‘মিডনাইটস’ নামের আসন্ন ১০ম অ্যালবামটিতে তার ‘সারা জীবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৩টি ঘুমহীন রাতের গল্প’ আছে।
এর আগে সর্বশেষ দুই বছর আগে তিনি ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ প্রকাশ করেন। এর মধ্যে ‘ফোকলোর’ ২০২১ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা অ্যালবামের পুরষ্কার জেতে।
অনুষ্ঠানে সুইফট তার বক্তব্যে দোজা ক্যাট ও অলিভিয়া রদ্রিগোসহ অন্যান্য নারী পপ শিল্পীদের প্রশংসা করেন।
অন্যদিকে র্যাপার জ্যাক হার্লো ও লিল নাস এক্স ইন্ডাস্ট্রি বেবির জন্য ‘সেরা সহযোগী’র পুরষ্কার জিতেছেন। হার্লো এদিন তার হিট গান ‘ফার্স্ট ক্লাস’ পরিবেশন করেন।
আরও পড়ুন: বছরের সেরা শিল্পী টেইলর সুইফট
এদিকে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলার রায়ের প্রায় তিন মাস পরে অভিনেতা জনি ডেপ শো চলাকালীন ‘মুন ম্যান’ হিসেবে উপস্থিত হন। ৫৯ বছর বয়সী এই অভিনেতা তার মুখের সঙ্গে ডিজিটালভাবে কাস্টম হেলমেটে ঢোকানো আইকনিক মহাকাশচারীর পোশাক পরে পারফর্ম করেন।
এ বছর লিজোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’ বছরের সেরা গান হিসেবে পুরষ্কার জিতেছে এবং হ্যারি স্টাইলসের ‘হ্যারিস হাউস’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।
অনুষ্ঠানে লিজো তার নতুন সলো মিউজিক ‘টু বি লাভড (অ্যাম আই রেডি) পরিবেশন করেন।
অন্যদিকে, নিকি মিনাজ ও চিলি পেপারস যথাক্রমে সেরা হিপ-হপ এবং সেরা রকের জন্য পুরষ্কার জিতেছেন।
এছাড়াও নিকি মিনাজ ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন। কিংবদন্তী সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের নামে এই পুরষ্কারের নামকরণ করা হয়েছে।
তার বক্তব্যের সময় মিনাজ অন্যান্য সঙ্গীত আইকন যেমন জ্যাকসন, হুইটনি হিউস্টন, লিল ওয়েন ও কানি ওয়েস্টকে শ্রদ্ধা জানান। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন।
অন্যদিকে, ‘গ্রুপ অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে জনপ্রিয় কোরিয়ান মিউজিক ব্যান্ড ‘বিটিএস’। এছাড়া ব্ল্যাকপিঙ্ক, সিটি গার্লস, ফু ফাইটারস, ইমাজিন ড্রাগনস, মানেস্কিন, রেড হট চিলি পিপারস ও সিল্ক সোনিক এর মত ব্যান্ডগুলোও এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল।
‘লালিসা’র জন্য সেরা ‘কে-পপ’ পুরস্কার জিতে নিয়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসা।
অনুষ্ঠানে অ্যানিটা, ব্ল্যাকপিঙ্ক, লিজো, মানেস্কিন, জ্যাক হার্লো, জে বালভিন, মার্শমেলো এক্স খালিদ এবং প্যানিকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।
এছাড়া কেন ব্রাউন দেশের প্রথম পুরুষ গায়ক হিসেবে ভিএমএ’তে পারফর্ম করে ইতিহাস গড়েছেন।
`গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড’ জিতেছেন রেড হট চিলি পিপারস।
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক
২ বছর আগে