এক পরিবার
কিশোরগঞ্জে এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসাবাড়ি থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস, তাদের ৭ বছরের ছেলে ধ্রুব বিশ্বাস ও ৫ বছরের মেয়ে কথা বিশ্বাস।
আরও পড়ুন: ঝালকাঠিতে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। কর্মসূত্রে ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়।
স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই ওই এলাকায় বাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, জনি বিশ্বাসের লাশটি ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রীর লাশটি গলা কাটা অবস্থায় রয়েছে।
তিনি জানান, ধ্রুব ও কথাকে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফ সমুদ্রসৈকতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মঙ্গলবার ভোরে বাড়ির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
তারা হলেন-বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে জিঞ্জিরার মান্দাইল এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩
আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০
ঢাকায় গোডাউনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
২ বছর আগে