৬ জন দগ্ধ
নরসিংদীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন দগ্ধ
নরসিংদীর মাধবদীতে গ্যাস পাইপলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন- শামীম মিয়া (৪০), তার স্ত্রী আকলিমা বেগম (৩৫), তাদের মেয়ে সানজিদা (১৮) ও রিয়া মনি (৯), শামীমের বড় ভাই গাফফার মিয়া (৪৪) ও ছোট ভাই রশিদ মিয়া (৩২)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, আলগী এলাকার মানিক মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই এলাকার বিভিন্ন বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে আসছেন।
আরও পড়ুন: যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার কর্মকর্তা আহত
সম্প্রতি মানিক মিয়া শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিস নামে এক নারীর বাড়িতে অবৈধ সংযোগ দিয়েছেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, পাইপে গ্যাস লিকেজ বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩
১০ মাস আগে
কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মঙ্গলবার ভোরে বাড়ির গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
তারা হলেন-বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উর রশিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে জিঞ্জিরার মান্দাইল এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩
আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণে আহতদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০
ঢাকায় গোডাউনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
২ বছর আগে