লালমাই পাহাড়
লালমাই পাহাড়ে গোলাপের রঙের মেলা
কুমিল্লার লালমাই পাহাড়ে হাজার গোলাপের বর্ণিল পসরা বসেছে। লাল, গোলাপী, সাদা, হলুদসহ বিভিন্ন রঙের গোলাপ। বিকালের ঝিরঝিরে বাতাসে গোলাপ সৌরভ ছড়াচ্ছে।
গোলাপের সৌন্দর্য দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুরা গোলাপ বাগানের পাশে ছুটাছুটি করছে। কুমিল্লার কোটবাড়ি সালমানপুরে লালমাই উদ্ভিদ উদ্যানে এই রঙের মেলা বসেছে। ২০ রঙের হাজারের বেশি গোলাপ এখানে তার রূপের পসরা সাজিয়ে বসেছে। চৈত্রের খরতাপের স্নিগ্ধতা ছড়াচ্ছে গোলাপ।
আরও পড়ুন: করোনা ও আম্পানের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে চান গদখালীর ফুল চাষিরা
৩ বছর আগে
করোনার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কুমিল্লার পর্যটন শিল্প
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে পুরো দেশের মতো কুমিল্লাতেও থমকে গিয়েছিল পর্যটন খাত। দীর্ঘ প্রায় ৬ মাস বন্ধ ছিল জেলার সব ঘুরে বেড়ানোর জায়গা। পর্যটন নগরী খ্যাত কোটবাড়িতে ছিল শুনশান নীরবতা। দীর্ঘ সময় ধরে জেলার পর্যটন খাত থেকে সরকারের রাজস্ব আয় ছিল প্রায় শূন্য। পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়ে ব্যক্তিমালিকানাধীন পার্কগুলো।
৪ বছর আগে
সড়ক সংস্কারে সহজ হবে কোটবাড়ির সাথে ৪ উপজেলার যাতায়াত
কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে কোটবাড়ির সাথে চার উপজেলার যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪ বছর আগে