মালামাল
থানা-আদালত প্রাঙ্গণে জব্দ করা মালামালের তথ্য জানাতে আইজিপিকে হাইকোর্টের নির্দেশ
থানা, ডাম্পিং স্টেশন ও আদালত চত্বরের সামনে পড়ে থাকা মামলার জব্দ করা নমুনার সর্বশেষ অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আইজিপিকে সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে অরক্ষিত মালামালের প্রতিবেদন সংগ্রহ করে আগামী দুই মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।’
আরও পড়ুন: শিশু আয়ানের মৃত্যু : পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি
আইনজীবী বলেন, ‘জব্দ করা মালামাল তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের সব আদালত ও থানায় পড়ে থাকতে দেখেন। এসব পণ্যের এমন অব্যবস্থাপনা আমরা পৃথিবীর আর কোথাও দেখিনি। বছরের পর বছর এভাবে পড়ে থাকার কারণে পরে তা রাষ্ট্রের বা মালিকদের কোনো কাজে আসছে না।’
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা তার কোনো জবাব দেননি। ফলে তারা পাঁচ আইনজীবী ২০২২ সালে হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩০ আগস্ট মালখানা ও থানায় জব্দ করা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং জব্দ করা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মহাসড়কে হাটবাজার, অননুমোদিত যানবাহন অপসারণের নির্দেশ হাইকোর্টের
১১ মাস আগে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ জাহাজ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দরের আট নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। এ জাহাজে রাশিয়া থেকে ৩ হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য আমদানি করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ
এম ভি সাপোডিলা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপ এজেন্ট লিমিটেডের সিনিয়র ব্যবস্থাপক অসিম সাহা জানান, গত ১৬ জুলাই জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ৫৪৫ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে ছেড়ে আসে।
তিনি আরও বলেন, দুপুরে বন্দর জেটিতে নোঙর করার পর জাহাজ থেকে শ্রমিকরা পণ্য খালাস শুরু করেন। চার দিনের মধ্যে এসব পণ্য সম্পূর্ণ খালাস করে সড়ক পথে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। সর্বশেষ গত ২৬ জুলাই রুশ জাহাজ ‘এমভি ইসানিয়া'য় ৪৪২ প্যাকেজের ১ হাজার ২৭০ মেট্রিকটন মেশিনারিজ পণ্য আসে।
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
১ বছর আগে
লালমনিরহাটে অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ দোকান
লালমনিরহাটের আলোরূপা মোড়ে আগুনে ১০ দোকান ও গোডাউনের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে লালমনিরহাট সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বিশ্বনাথে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫ বসতঘর
ফায়ার সার্ভিস আরও জানায়, তবে ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের তার থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে সদর ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘণ্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।
দোকান মালিকেরা বলছেন, আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ২
বরিশালে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
১ বছর আগে
নিউ সুপার মার্কেটে আগুন: জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা
রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর শনিবার সকাল থেকে দোকানের মালিক-কর্মচারীরা দোকান থেকে মালামাল বের করার চেষ্টা করছেন।
কিন্তু এখনো আগুন নেভাতে না পারায় মালিক-কর্মচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সড়াতে হচ্ছে।
তাদের মধ্যে কেউ কেউ কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই মার্কেটে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে।
আরও পড়ুন: নবাবপুরের গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে ইউএনবি প্রতিনিধি দেখতে পান, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দোকানের মালিক ও কর্মচারীদের পণ্যগুলো বের করতে সহায়তা করছে।
ইউএনবিকে এক দোকানের মালিক জানান, মার্কেটের দক্ষিণ বিল্ডিং-এ এক হাজারের বেশি দোকান আছে। বেশিরভাগই কাপড়ের দোকান এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রায় ৫০০টি দোকান রয়েছে।
এছাড়া, মার্কেটের নিচতলার কয়েকটি দোকান থেকে কয়েকজন ব্যবসায়ী তাদের মালামাল বের করতে সক্ষম হন।
এমনই এক ব্যবসায়ী হলেন আসিফ, যার দোকান ছিল ২৪৬ নম্বর মার্কেটের নিচতলায় দুই লেনে।
আসিফ বলেন, সকাল সাড়ে ৬টা বাজে যখন আমি জানতে পারি যে বাজারে আগুন লেগেছে। আমার পক্ষে একা এত মালামাল স্থানান্তর করা অসম্ভব। এছাড়া যারা আমাকে আমার জিনিসপত্র বের করতে সাহায্য করেছিল, আমি তাদেরও চিনি না। তাদের ছাড়া আমার জিনিসপত্র বাঁচানো সম্ভব ছিল না।
তিনি আরও বলেন, আমার দোকান ছিল নিচতলায়। সেখানে আগুন নেই, তবে গরমের কারণে বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব হয়নি। তাছাড়া নিচতলায় গরম পানি জমে থাকায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ ফায়ার সার্ভিসের ডিজির
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
১ বছর আগে
বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মিতব্য বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ 'এম ভি এভার চ্যাম্পিয়ন'। রবিবার (১৯ মার্চ) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।
জাহাজে এক হাজার ৪১১ মেট্রিকটন পণ্য রয়েছে।
আরও পড়ুন: নির্দেশ উপেক্ষা করে মংলা বন্দরে ঝুঁকিপূর্ণ জাহাজ: দুর্ঘটনার আশংকা
এর আগে গেল ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে পণ্য নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, দুপুরে এক হাজার ৪১১ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভীড়েছে। জাহাজের পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌপথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।
এর আগে এই সেতুর এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত ৫ মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ নামের জাহাজ।
সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: ৩ দিনের সফরে মংলায় এসেছে ভারতের যুদ্ধজাহাজ
মংলা-খুলনা রেললাইন প্রকল্প: ১০ বছরেও কাজ শেষ হয়নি, ব্যয় বেড়েছে ১২১ শতাংশ
১ বছর আগে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ভারত হয়ে মোংলায় এসেছে এমভি সেজুতি
এবার ভারত ট্রানজিট হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল মোংলা বন্দরে এসেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেজুতি।
আরও পড়ুন: পোশাকপণ্য নিয়ে ইতালির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়েছে ‘এমভি সোঙ্গা চিতা’
এর আগে সাতটি জাহাজ কোম্পানির ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানিকৃত মালামাল খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে থেকে এসব মালামাল আনা হয় বাংলাদেশে।
স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেজুতি ১০৪৮ মেট্রিকটন মেশিনারি নিয়ে বন্দরে ভিড়ে। জাহাজ থেকে পণ্য খালাস শেষে সড়ক পথে সেগুলো রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছাবে।
তিনি আরও বলেন, ভারতের হলদিয়া বন্দর থেকে এমভি সেজুতি রূপপুরের মালামাল নিয়ে বন্দরে এসেছে। এটি ভারত ট্রানজিটের মাধ্যমে প্রথম চালান।
এর আগে রূপপুরের সব পণ্য রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারি এমভি কামিল্লা ও ২৯ জানুয়ারি এমভি আনকাসান ও সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি আসে মোংলা বন্দরে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে ছেড়ে আসা এমভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি। ওই জাহাজটি ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভিড়ার কথা ছিল। পরে ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: তৈরি পোশাক নিয়ে সোমবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে ‘এমভি সোঙ্গা-চিতা’
‘এমভি অভিযান-১০’ লঞ্চে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, দাবি মালিকের
১ বছর আগে
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুটি জাহাজ
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে দু’টি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
রবিবার বিকাল ও সন্ধ্যায় এমভি আনকা সান ও এমভি স্যাফোডিলা নামে ওই জাহাজ দু’টি বন্দর জেটিতে নৌঙ্গর করে।
জাহাজ দু’টিতে দুই হাজার ৪১৫ প্যাকেজে এক হাজার ৯১৮ মেট্রিকটন ইলিকট্রিক্যাল ও মেশিনারি পণ্য রয়েছে। ইতোমধ্যে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।
মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক পণ্য নিয়ে এমভি আনকা সান গত ২৬ ডিসেম্বর রাশিয়ার নভরস্কি বন্দর থেকে ছেড়ে আসে। ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নৌঙ্গর করেছে। জাহাজটিতে একহাজার ৯৭৯ প্যাকেজে একহাজার ৪০০ মেট্রিক টন ইলেকট্রিক পণ্য রয়েছে।
এছাড়া লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি স্যাফোডিলা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজটিতে ৪৩৬ প্যাকেজে ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে। রবিবার রাত থেকেই জাহাজ দু’টি থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ
এমভি আনকা সান জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী এবং এমভি স্যাফোডিলা জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টার খুলনার ম্যানেজার অসিম মন্ডল জানান, জাহাজ দু’টি থেকে পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। এর পর সড়ক পথে নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কন্দ্রে নেয়া হবে।
এর আাগে ২২ জানুয়ারি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে দু’টি জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করে। পানামা পতাকাবাহী লিবার্টি হারভেস্ট নামে জাহাজটিতে চার হাজার ৭১৬ দশমিক ০২৬ মেট্রিকটন মেশিনারিজ পণ্য এবং রুশ পতাকাবাহী এমভি কামিল্লা নামে জাহাজে তিন হাজার ৬৩৩ মেট্রিটকন পণ্য ছিল।
জানা গেছে, দেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল নিয়ে বিদেশি জাহাজ প্রায় প্রতিমাসে মোংলা বন্দরে ভিড়ছে। জাহাজ থেকে পণ্য খালাস করার পর মোংলা থেকে প্রকল্প এলাকায় নেয়া হচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বন্দর ব্যবহারকারীদের অধিকাংশ মোংলা বন্দর ব্যবহার করছে। মোংলা বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।
আরও পড়ুন: মোংলায় সারবোঝাই লাইটার জাহাজডুবি
১ বছর আগে
মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। পানামা পতাকাবাহী এমভি মারস নামে ওই জাহাজটি শুক্রবার দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর ফেলে।
জাহাজটিতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য ১৯৩ প্যাকেজে এক হাজার ৫১৯ মেট্রিকটন সেতুর মুল অবকাঠামোর মালামাল রয়েছে। এখন ওই জাহাজ থেকে মালামাল খালাসের কাজ চলছে।
এমভি মারস জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার (শিপিং বিভাগ) শওকত আলী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মুল অবকাঠামো তৈরির মালামাল নিয়ে জাহাজটি ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। শুক্রবার দুপুরে জাহাজটি মোংলা বন্দরে নোঙর ফেলে। জাহাজটিতে সেতুর জন্য ১৯৩ প্যাকেজে এক হাজার ৫১৯ মেট্রিক টন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে।
আরও পড়ুন: মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলসেতু ও রূপপুরের মেশিনারি পণ্যবাহী ৩ জাহাজ
তিনি আরও বলেন, এরপর মালামাল নৌযানে করে মোংলা থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেয়া হবে। এনিয়ে পঞ্চম বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
মোংলা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ জানান,জাহাজ থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল খালাস কাজ চলছে। রবিবারের মধ্যে খালাস কাজ শেষ হতে পারে। বঙ্গবন্ধুর সেতুর মালামাল নিয়ে আরও একটি জাহাজ শিগগিরই মোংলা বন্দরে ভিড়বে।
প্রসঙ্গত, সিরাজগঞ্জে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে।
উল্লেখ্য, দেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল নিয়ে বিদেশি জাহাজ প্রায় প্রতি মাসে মোংলা বন্দরে ভিড়ছে। জাহাজ থেকে মালামাল খালাস করার পর মোংলা থেকে প্রকল্প এলাকায় নেয়া হচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর চালু হওয়ার পর থেকে অধিকাংশ ব্যবহারকারীরা মোংলা বন্দর ব্যবহার করছে। মোংলা বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞায় মোংলা বন্দরে ভিড়তে পারেনি রুশ জাহাজ
মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে
১ বছর আগে
মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি জাহাজ মোংলা বন্দরে
মেট্রোরেলের মালামাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।
এসপিএম ব্যাংকক নামে ওই বিদেশি জাহাজটি রবিবার বিকালে বন্দরের ৭নং জেটিতে নোঙর করে।
জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেজে মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।
জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান বলে জানা গেছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে
এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েট স্টিম শীপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জনান, ৫ নভেম্বর জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
রবিবার বিকাল ৩টায় এসপিএম ব্যাংকক নামে জাহাজটি বন্দরের জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে মেট্রোরেলের চারটি ইঞ্জিন, আটটি রেলের কোচ, ৪০৬টি প্যাকেজে আনুষাঙ্গিক মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে।
জাহাজটি জেটিতে নোঙর করার পর খালাস কাজ শুরু করা হয়। জাহাজ থেকে মালামাল খালাস করে নদী পথে নৌযানে করে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।
ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান আরও জানান, এপর্যন্ত ১৩টি চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ এবং ১২০টি ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল আমাদানি করা হয়। এরই ধারাবাহিকতায় বাকি কোচ এবং ইঞ্জিনসহ মালামাল আমাদানি করে মোংলা বন্দরে খালাস করে নৌযানে করে ঢাকায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।
আরও পড়ুন: মোংলা বন্দরে ট্রলার ডুবে জেলে নিখোঁজ, উদ্ধার ২১
ট্রানজিট: চূড়ান্ত পর্যায়ে চট্টগ্রাম-মোংলা বন্দর হয়ে ভারতীয় পণ্যের নিয়মিত চলাচল
২ বছর আগে
জব্দ করা মালামাল সংরক্ষণের তথ্য জানাতে আইজিপিকে নির্দেশ
জব্দকৃত মালামাল থানা ও আদালত প্রাঙ্গণে কীভাবে সংরক্ষণ করা হয়েছে বা কীভাবে রাখা হয়েছে হয়েছে মঙ্গলবার তার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ মাসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে জব্দ করা মালামাল যথাযথ সংরক্ষণ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এছাড়া আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আরও পড়ুন: একদিন পরেই এনামুল বাছিরের জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
এর আগে ২৮ আগস্ট থানা বা আদালতে জব্দ করা মালামালের জন্য নির্ধারিত স্থান মালখানার যথাযথ ব্যবস্থাপনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মালখানার যথাযথ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।
একইসঙ্গে মালখানায় পড়ে থাকা এসব মালামালের সুষ্ঠু ব্যবস্থাপনার নির্দেশনা চাওয়া হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী।
রিটকারী পাঁচ আইনজীবী হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান ও ইমরুল কায়েস।
রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সে সময় সাংবাদিকদের বলেন, ‘ঢাকাসহ দেশের সব আদালত ও থানা এলাকায় জব্দ করা মালামাল আমরা দেখি বছরের পর বছর পড়ে থাকে। এসব মালামাল নিয়ে এমন অব্যবস্থাপনা সারা দুনিয়ার আর কোথাও আমরা দেখিনি। বিষয়টি দেখে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু নোটিশ পাওয়ার পরও তাদের কোনো জবাব আসেনি। যে কারণে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।’
তিনি আরও বলেন, ‘জব্দ করা মালামাল এভাবে বছরের পর বছর পড়ে থাকায় পরে সেটা রাষ্ট্রেরও কাজে লাগে না, মালিকেরও কাজে লাগে না। একটা ব্যবস্থাপনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: দুদকের আবেদনে সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট
সুইস ব্যাংকে অর্থপাচার: বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে হাইকোর্টে তলব
২ বছর আগে