নতুন সভাপতি
ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।
শুক্রবার (১ নভেম্বর) রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহসভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসউদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।
প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠন ও এটি সরকারিভাবে নিবন্ধিত সংস্থা।
১ মাস আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ২০২৪ সালের নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ তাবিথ আউয়াল।
দিনাজপুরের তৃণমূল পর্যায়ের সংগঠক ও কোচ আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে ২৩-৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
শনিবার ঢাকার একটি হোটেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার তাবিথ আওয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচন থেকে দূরে ছিলেন চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা কাজী এম সালাহউদ্দিন।
এর আগে, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন শেষ মুহূর্তে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
তিনি বাফুফের সিনিয়র সহসভাপতি, জাতীয় ফুটবলার ও সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে শনিবার সকালে একই ভেন্যুতে বিদায়ী সভাপতি কাজী এম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাফুফের ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন। ৪৬ জন প্রার্থীর মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি এবং ১৫ জন নির্বাহী কমিটির সদস্য রয়েছেন।
সহসভাপতির চারটি পদে ছয়জন এবং কার্যনির্বাহী কমিটির ১৫ আসনের বিপরীতে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এই প্রতিবেদন দাখিল করা পর্যন্ত চারজন সহসভাপতি এবং ১৫ জন ইসি সদস্যের পদের জন্য গণনা চলছিল।
১ মাস আগে
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ওয়াকার–উজ–জামান
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান।
শুক্রবার নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল ওয়াকারকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
১ মাস আগে
ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন সভাপতি সদরুল হাসান, সম্পাদক শফিউল
ইউএনবি’র বিশেষ প্রতিনিধি সদরুল হাসান এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিউল আলম দোলন ২০২৩ সালের জন্য ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে সমিতির পরিচালনা কমিটির নির্বাচন শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন: বিএনপির ইভেন্ট কাভারের সময় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, কনস্টেবল প্রত্যাহার
তারিফ রহমান সহ-সভাপতি, সালাউদ্দিন বাবলু যুগ্ম সম্পাদক ও নুরুল হুদা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে এমএম জিয়াউর রহমান, জহিরুল হক রানা, মো. গোলাম মোস্তফা, মো. মাসুম বিল্লাহ, রফিকুল ইসলাম আজাদ ও শহিদুল ইসলাম সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের নেতৃত্বে সাইদুর-হিমেল
রংপুর সিটি নির্বাচন: ভোট কক্ষে ২ জনের বেশি সাংবাদিক নয়
১ বছর আগে
ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভায় তিনজন জ্যেষ্ঠ শিক্ষা সাংবাদিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
আরও পড়ুন: ইরাবের নতুন কমিটি: সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক সুমন
এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রুপান্তরের শরীফুল আলম সুমন। কমিটির সদস্যরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
ইরাবের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, অর্থ সম্পাদক বণিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।
এছাড়া, দৈনিক যায়যায় দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হয়েছেন। বার্তা প্রেরক আসিফ কাজল দপ্তর ও প্রচার সম্পাদক এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।
আরও পড়ুন: সিজেএফডির নতুন কমিটি : মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক
সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে ইসি: আইনমন্ত্রী
২ বছর আগে