র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আশুলিয়া শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার প্রধান পলাতক আসামি মো. সিরাজ ভূঁইয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদীর পলাশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজ নরসিংদী জেলার পলাশ থানার কাজইর গ্রামের মৃত মালেকের ছেলে। বর্তমানে আশুলিয়ার ঘোষবাগে মেয়ের বাড়িতে বসবাস করতো।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর সিপিসি-২ এর অধিয়ানক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১ আগস্ট আশুলিয়ার ঘোষবাগ এলাকার জামাল ভূঁইয়ার বাড়ীর ভাড়াটিয়া দম্পতির অনুপস্থিতিতে তাদের শিশু কন্যা বাড়ির সামনে খেলাধুলা করছিলো। এ সময় পাশে গ্যাস সিলিন্ডার দোকানের বিক্রেতা সিরাজ ভুঁইয়া (৫৫) শিশুটিকে চকলেট খাওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সিরাজ পালিয়ে যায়। সেদিনই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপকর্মের কথা স্বীকার করেছে
আরও পড়ুন:কুষ্টিয়ায় শিশু ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানায় হস্তন্তর করা হয়েছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার সিরাজকে আশুলিয়া থানা থেকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
চৌগাছায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
২ বছর আগে