সংঘর্ষে আহত ৩০
নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ৩০, আটক ১৩
নেত্রকোণায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিএনপির ১৩ জনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:নেত্রকোণার এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সদরের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতা কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে
আরও পড়ুন:নেত্রকোণায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিসহ আহত ১৭
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, নিহত ১
২ বছর আগে