প্রযোজনা প্রতিষ্ঠান
প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচারণা নিয়ে উদ্যোগ দেখিনি: সাইমন
প্রায় চার বছর নতুন কোনো সিনেমা নেই চিত্রনায়ক সাইমন সাদিকের। তবে ভক্তদের এই দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে শিগগিরই। ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার নতুন সিনেমা ‘লাইভ’।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাইভ’ টিজার মুক্তি পেয়েছে এরইমধ্যে। যেখানে সাইমনের লুক আর অভিনয় বেশ আলোচনা তৈরি করেছে। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারটি টানটান উত্তেজনায় ছিল ভরপুর। এতে সাইমনে বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এছাড়াও রয়েছেন আদর আজাদ।
‘লাইভ’ প্রসঙ্গে সাইমন ইউএনবিকে বলেন, ‘অনেকদিন পর নতুন সিনমা মুক্তি পাচ্ছে তাই ভালো লাগাটা একটু বেশিই। সমসাময়িক একটি গল্পে সিনেমাটি নির্মিত। সেই জায়গা থেকে দর্শকদের কাছেও ভালো লাগবে আশা করি।’
সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে দিয়ে এই নায়ক আরও বলেন, ‘চেষ্টা থাকে প্রতিটি সিনেমায় যেন নতুন অভিজ্ঞতা যোগ হয়। এই সিনেমায় এক টেকে ১৬ মিনিটের একটি দৃশ্যে আমাকে দেখা যাবে। সেটি পুরোটাই এক টেকে নেয়া। এই ধরনের অনেক অভিজ্ঞতা হয়েছে। বেশ পরিশ্রম করেছি।’
সামাজিক মাধ্যমে ‘লাইভ’ নিয়ে আলোচনা হলেও প্রচারণার দিক থেকে এখনও পিছিয়ে সিনেমাটি। এ নিয়ে কিছু হতাশ সাইমন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রচারণা একটি সিনেমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সম্প্রতি এই বিষয়টি আরও ভালোভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমার নতুন সিনমাটির প্রচারণা নিয়ে কিছুটা মন খারাপ। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচারণা নিয়ে উদ্যোগ দেখিনি। তবে আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। নিজের জায়গা থেকে যতটা প্রচার করা যায় আমি করব।’
এদিনে সম্প্রতি নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলে সাইমন সাদিক। সরকারি অর্থায়নে এফডিসি’র প্রযোজনায় ‘চাদর’ শিরেনামে সিনেমাটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। এতে প্রথমবার পর্দায় দেখা যাবে সাইমন-বুবলী জুটিকে।
পড়ুন: 'হেই সামালো' দিয়ে শেষ হলো কোক স্টুডিও বাংলা সিজন ১
‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর
২ বছর আগে