ইএনএস বিক্রান্ত
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নৌবাহিনীতে অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরী অন্তর্ভুক্ত করে ইতিহাস রচনা করেছে ভারত।
৪৫ হাজার টন ওজনের ভারতীয় নৌজাহাজ আইএনএস বিক্রান্ত ৩০টি সামরিক বিমান ধারণ করতে সক্ষম। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে এক জমকালো অনুষ্ঠানে এটি কমিশনিং করেন।
বিক্রান্তকে কমিশনিংয়ের মাধ্যমে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্সের পর একটি অভিজাত গোষ্ঠীতে ঢুকে পড়ল, যারা এর আগে এত বড় বিমানবাহী রণতরী তৈরি করেছে।
অনুষ্ঠানে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্ত হলো আমাদের আত্মনির্ভর ভারত (আত্মনির্ভর) মিশনের প্রতিফলন।’
তিনি বলেন, ‘আজ, ভারত সেই দেশের তালিকায় প্রবেশ করেছে যারা নিজেরাই এত বড় যুদ্ধজাহাজ তৈরি করতে পারে। বিক্রান্ত নতুন আত্মবিশ্বাস জাগিয়েছে।’
ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেটি দুর্দান্ত ভূমিকা পালন করেছিল। তারই স্মৃতিতে একই নামে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়। ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গত ১৩ বছরে যুদ্ধজাহাজটি তৈরি করা হয়েছে
ভারতীয় নৌবাহিনীর বিদ্যমান সামুদ্রিক বহরে একটি বিমানবাহী রণতরী, ১০টি ধ্বংসকারী, ১২টি ফ্রিগেট এবং ২০টি কর্ভেট রয়েছে।
পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
নাসার পরীক্ষামূলক চন্দ্রাভিযান: শনিবার উৎক্ষেপণের দ্বিতীয় চেষ্টা
২ বছর আগে