বাধা দেয়া
রাজধানীতে মাদক সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত
রাজধানীর দারুস সালাম এলাকায় মাদক সেবনে বাধা সৃষ্টি করায় তিন শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের আরাফাত ইসমাইল আলিফ (১৮), মিরপুর পলিটেকনিক কলেজের তানভির খান হেমন্তু (১৯) ও বাংলা কলেজের আব্দুর রহমান রাহি (১৮)।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন যে আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত ৩০
বিরামপুরে ট্রাক চাপায় দুলাভাই নিহত, আহত শ্যালিকা
১ বছর আগে
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
সিলেটের জৈন্তাপুরের চারিকাটায় ভারতীয় অবৈধ চোরাচালান পরিবহন কাজে বাধা দেয়ায় এক বিজিবির সদস্যকে ট্রাকচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ইউনিয়নের দরবস্ত-রামপ্রসাদ সড়কের হেলিরাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্য মাসুদ আহমদ (৪০) কে সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাকচাপায় সাতক্ষীরায় আখ ব্যবসায়ী নিহত
এলাকাবাসী সূত্রে জানা যায়, জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে প্রায় প্রতিদিন রাতে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন আমদানি নিষিদ্ধ নানা পণ্য সিলেটে আসে। বৃহস্পতিবার রাত ৯টায় রামপ্রসাদ-হেলিরাই রাস্তা দিয়ে এভাবে ভারতীয় পণ্য সিলেটে প্রবেশের জন্য নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে ১৯ বিজিবির জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পের একটি টহল দল মোটরসাইকেল নিয়ে ভারতীয় পণ্য কসমেটিক্স বোঝাই নম্বরবিহীন একটি ডিআই ট্রাক গাড়ি আটক করতে অভিযান চালায়। এ সময় সেই ট্রাককে ধাওয়া করলে টাকচালক বিজিবি সদস্যদের গাড়িচাপা দেয়। এসময় মোটরসাইকেল পাশের খাদে পড়ে যায় এবং আরোহী বিজিবি সদস্য মাসুদ আহমদ গুরুতর আহত হন।
পরে স্থানীয় জনতা আহত মাসুদকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অপরদিকে, বিজিবি’র আরেকটি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়িসহ ভারতীয় বেআইনি পণ্যসামগ্রী জব্দ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে বিজিবি’র এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন এবং আহত বিজিবি সদস্য সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, চালক-সহকারী আটক
শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২ বছর আগে