ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মসূয়া ইউনিয়নের চারালদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. তাওহীদ (৩) একই ইউনিয়নের পূর্ব মসূয়া গ্রামের মিজান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তাওহীদ নানা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশেই বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে পড়ে তলিয়ে যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টায় পানি ভরা গর্ত থেকে তাওহীদের লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।
এ বিষয়ে মসূয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক বলেন, বিকালে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে সন্ধ্যায় আমাকে জানানো হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডোবার পানিতে ডুবে আব্রাহাম (৬) নামে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার মরিচা বালশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্রাহাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
আরও পড়ুন: হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আব্রাহাম বাড়ির পাশে ডোবার ধারে খেলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
তিনি বলেন, বিকালের দিকে শিশুটির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
কুড়িগ্রামে ধানখেতের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে বাড়ির পাশের ধানখেতের পানিতে পড়ে হামিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে কুড়িগ্রাম পৌর শহরের ভরসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিম সদরের বেলগাছা ইউনিয়নের বেলগাছা গ্রামের আব্দুল হামিদের ছেল।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহতের নানা নিজামুদ্দিন জানান, শুক্রবার বিকালের দিকে বাড়িতে হামিমকে না পওয়ায় সবাই তাকে খুঁজতে থাকে। এরপর বাড়ির পাশের ধানখেতের পানির ওপর তাকে ভেসে থাকতে দেখতে পায় সবাই। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বিকালের পরে তাকে উত্তরকামার কবরস্থানে দাফন করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
আরও পড়ুন: মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
২ বছর আগে