সবজি ব্যবসায়ী
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক নিহত
নিহত সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন চট্রগ্রামের মীরশরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি মহাস্থানে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাতে ওষুধ নেওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এসময় রংপুর দিক থেকে আসা সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু
এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
১০ মাস আগে
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যুর অভিাযোগ পাওয়া গেছে। রবিবার (১ অক্টোবর) থানার আমবাগিচা খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শুক্কুর ঢাকার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ খবর পেয়ে রবিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে হত্যা: ২ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, শুক্কুর ভোরে পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় কাঁচামালের আড়তে সবজি কিনতে যাচ্ছিলেন। থানার আমবাগিচা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন।
তিনি বলেন, এক পর্যায়ে তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। এ হত্যার ঘটনায় এলাকায় পুলিশি অভিযান চলছে।
তিনি আরও বলেন, এ ব্যাপার রবিবার বিকালে নিহতের ভাই জনি বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুনের অভিযোগ
১ বছর আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
ময়মনসিংহের ভালুকায় সবজিবাহী পিকআপ ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং নেত্রকোনার চানগাঁও এলাকার আলাল উদ্দিনের ছেলে সাজ্জাত হোসেন (৩২)। তারা দুজনই সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানায় পুলিশ।
ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী সবজিবোঝাই দ্রুত গতির একটি মিনি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, এ সময় সামনের অংশে বসে থাকা চালকসহ তিনজনের দুইজন ঘটনাস্থলেই মারা যায়। তবে মিনি ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ ভালুকা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
যশোরে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী নিহত
যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি নাভারণ হাইওয়ে পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত হাসান আলী (৪০) উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হাসান আলী ভ্যানে সবজি বিক্রির জন্য নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। যশোর থেকে বেনাপোলগামী একটি ট্রাক সবজিবোঝাই ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে হাসান আলী নিহত হয়।
আরও পড়ুন: শেরপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
নাভারণ হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবারকে জানানো হয়েছে মামলা করার জন্য।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, চালক-সহকারী আটক
চোরাচালানে বাধা দেয়ায় বিজিবি সদস্যকে ট্রাকচাপায় দেয়ার অভিযোগ!
২ বছর আগে