গ্রেপ্তার ৩
ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
ভারতে যাওয়ার সময় দুই পাসপোর্ট যাত্রীকে ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী দুই যাত্রী হলেন- মনোজ কুমার কর ও তার মেয়ে অবন্তি কর। তারা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল কাদের, শেখ রাহাদ অন্তর ও শোয়েব আক্তার।
পুলিশ জানায়, হৃদরোগের চিকিৎসা করাতে মনোজ ও তার মেয়ে অবন্তি ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় কয়েকজন লোক তাদের প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন-সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশের গলিতে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে মানুষজন ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মনোজ কুমার বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি রাসেল মিয়া।
১১ ঘণ্টা আগে
ফরিদপুরে বাড়িতে নকল মদ তৈরির সময় গ্রেপ্তার ৩
ফরিদপুরে একটি বাড়িতে নকল মদ তৈরির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সেখান থেকে মদ তৈরি কাজে ব্যবহৃত রেক্টিফাইড স্পিরিট, পানি, রং ও এসেন্সসহ উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- রঘুনন্দনপুর পট্টাদারকান্দির আবুল হোসেন আবুল (৫০), মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গী এলাকার হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদর উপজেলার সদরদী এলাকার আতিয়ার সেক (৩৬)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অগ্নেয়াস্ত্র গুলি ও মদ উদ্ধার
গ্রেপ্তারদের মধ্যে আবুল এ চক্রের মূলহোতা এবং পাঁচু ও আতিয়ার সহযোগী হিসেবে কাজ করেন বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।
শনিবার (৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি চক্রের মূলহোতা আবুল ও তার সহযোগী পাচুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল মদ জব্দ করা হয়। অতঃপর আবুলের দেওয়া তথ্য মতে, ওই রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে। সেখান থেকে ৩ লিটার নকল মদ জব্দসহ আতিয়ার সেককে গ্রেপ্তার করা হয়। এসময় মদ তৈরির ৩১ লিটার রেক্টিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্যান্ডের বোতলের সিপি, কাপসহ আনুসাঙ্গিক উপকরণ জব্দসহ আতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: কামাল নাসের, নজরুল ইসলাম মজুমদার ও মেসবাহ উদ্দিন গ্রেপ্তার
২ মাস আগে
সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে সশস্ত্র বাহিনীটি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানাধীন বাগিচাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের মো. সুমন মিয়া (২৯)।
আরও পড়ুন: গাইবান্ধায় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
বুধবার (১৪ আগস্ট) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
৪ মাস আগে
অবৈধভাবে বালু উত্তোলনকালে জাফলংয়ে ৬১টি নৌকা জব্দ, গ্রেপ্তার ৩
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে এসময় ৬১টি নৌকা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
গ্রেপ্তাররা হলেন- কোম্পানিগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির মিন্নাত আলী (২৮), একই উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুল মুতলিব (২৫) এবং সুনামগঞ্জের রামানিপুর গ্রামের সুকেশ বিশ্বাস (৪২)।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬১টা বালুবাহী নৌকা জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যেকোনো মূল্যে সব ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসন জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে আসছে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুলসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার তহশিলদার শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
বেলকুচিতে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
৪ মাস আগে
মোবাইল চুরির অপবাদে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
বগুড়া সদরে মোবাইল ফোন চুরির অপবাদে সাওয়াল নামে এক অটোরিকশাচালককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক সাওয়াল সদর উপজেলার ছোট কুমিড়া পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২০০ মেট্রিক টন আলু আমদানি
এ ঘটনায় এক দম্পতিকে তাদের মেয়েসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নিহতের প্রতিবেশী রেজাউল করিম, তার স্ত্রী সানু বেগম ও মেয়ে আশা খাতুন।
বৃহস্পতিবার রাতেই নিহতের বাবা আজিজুল হক গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাওয়ালের প্রতিবেশী রেজাউল নামে এক ব্যক্তি মোবাইল ফোন চুরির অপবাদে অটোরিকশাচালক সাওয়ালকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই রেজাউলকে তার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারত থেকে ১৪০০ টন ছোলা আমদানি হয়েছে
হিলি স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারত থেকে নারিকেল আমদানি
৯ মাস আগে
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ জব্দ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাল টাকা তৈরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে বলে দাবি পুলিশের।
গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর হোসেন (৩৪), মো. রাসেল (৩২) ও মো. রুবেল ইসলাম হৃদয় (২০)।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জালনোট জব্দ, গ্রেপ্তার ৪
শনিবার (০৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, এ সময় নোট ছাপানোর সরঞ্জাম ও জাল ৭ লাখ ৮০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, দুইটি জালনোট তৈরির গ্লাস, এককেজি ট্রেসিং পেপার, এ৪ পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়াবাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন উৎসবসহ (ঈদ, পূজা, পহেলা বৈশাখ) বিভিন্ন সময় ঢাকাসহ আশপাশের সব জেলায় বিক্রি করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে জালনোটসহ আটক ৪
ফরিদগঞ্জে জাল নোটসহ ২ যুবক আটক
১ বছর আগে
সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া, গ্রেপ্তার ৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার ও হুমকির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নগরীর বনকলাপাড়ার নূরানী এলাকার মফিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪২)। একই এলাকার মৃত আকরাম আলীর ছেলে জুবের আহমদ (৩৮) ও এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া এলাকার মিছির আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।
তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।
আরও পড়ুন: চবিতে ফের সংঘর্ষ: ছাত্রলীগের অস্ত্রের মহড়া
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদিপ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১০ জুন) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনের দুই জনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিল। সেই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী লাটিম মার্কার প্রার্থী সাইদ মো. আব্দুল্লার বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে।
এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।
এদিকে গত মঙ্গলবার (৬ জুন) সকালের ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ৮ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় স্কুলব্যাগে ধারালো অস্ত্র, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
১ বছর আগে
খুলনা আ. লীগ নেতা হত্যা: ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩
খুলনার দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে গুলি করে হত্যার দুদিন পর মামলা হয়েছে। রবিবার (২৬ মার্চ) নিহত আনসার আলীর ছেলে তানভীর শেখ বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি করেছেন। এমামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি ছিলেন।
গ্রেপ্তারেরা হলেন-এজাহারভুক্ত আসামি গাজী ফরহাদ হোসেন (৫৫) ও মাহাবুব (৩৯) এবং অজ্ঞাত একজন।
আরও পড়ুন: মাদারীপুরে রাজিব হত্যা: ২৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
মামলায় বর্তমান বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলকে প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ৩১ জনকে।
এরমধ্যে এজাহারভুক্ত আসামি ২৩ জন। বাকি আট জন অজ্ঞাতনামা।
আসামিদের অধিকাংশই নিহত শেখ আনসার আলী প্রতিপক্ষ প্রয়াত বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের গাজী বংশের লোকজন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন খান বলেন, নিহতের পরিবার দাবি করেছে স্থানীয় নির্বাচনসহ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী সব সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত শেখ আনসারের পরিবারের দাবিসহ হত্যাকাণ্ডের পর উঠে আসা বিভিন্ন বিষয় মাথায় রেখে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে খানজাহান আলী থানার শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন শেখ আনসার আলী (৬০)। দুর্বৃত্তরা এ সময় তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে। ৩টি গুলি তার বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: চাঁদপুরে ৪ জেলায় হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার
খুলনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
১ বছর আগে
গাজীপুরে পোশাক কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩
গাজীপুরে এক পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মোসাদ্দেক হোসেন অপু (৩২), নাঈম ইসলাম (১৮) ও হৃদয় (২০)। তাদের সকলের বাড়ি নগরের গজারিয়া পাড়া এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সংঘবদ্ধ ধর্ষণের যুবকের ১০ বছরের আটকাদেশ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া এলাকা দিয়ে বাসায় যাওয়ার সময় এক যুবক ভুক্তভোগীকে ছুরি দেখিয়ে রাস্তা থেকে পাশের গজারি বনে নিয়ে যায়। সেখানে তিনজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও করে।
এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে এবং ভিডিওর আলামত জব্দ করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
১ বছর আগে
কেরানীগঞ্জে জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়। এসময় জাল টাকা সরবরাহ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার দুপুরে র্যাব-১০ এর গণমাধ্যম শাখার পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিরাজ সরদার (৩৮), সুমন (৩৫) ও নুর জামাল (৩৪)
আরও পড়ুন:কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ৪৭টি নোট ও পাঁচশত টাকা সমমূল্যের ৯০টি জাল নোটসহ মোট বিরানব্বই হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা জাল টাকা সরবরাহকারীর দলের সক্রিয় সদস্য। তারা কেরানীগঞ্জের আশেপাশের এলাকায় জাল নোট সরবরাহ করেছে।
শনিবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
২ বছর আগে