শুক্রবার
গাজীপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামীর নামে ২ মামলা
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের নামে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মারধর, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে অপর একটি মামলা হয়েছে।
শুক্রবার রাতে বাসন থানার উপ-পরিদর্শক মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে একই রাতে অপর মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন।
এর আগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার জমি ও শো-রুম নিয়ে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেনের বিরুদ্ধে ও গাজীপুর মহানগর পুলিশকে জড়িয়ে ওমরাহ হজ পালন করতে গিয়ে মক্কা থেকে ফেসবুক লাইভে নানা অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে, ইসমাইল হোসেন তাদের বিরুদ্ধে মারধর, কারখানা ভাঙচুর ও জমি দখলের অভিযোগ তুলে ধরেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন জানান, শুক্রবার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের নামে গাজীপুর মহানগরের বাসন থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ফেসবুক লাইভে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়নপত্র নিয়েছেন নায়িকা মাহি
স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন মারধর, ভাঙচুর, চাঁদাদাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা দুটোর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে মাহি মক্কা থেকে রওনা দেয়ার আগে শুক্রবার মধ্যরাতে আবারও ফেসবুক লাইভে যুক্ত হয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। শনিবার সকালে দেশে পৌঁছাবেন জানিয়ে এ ঘটনার প্রেক্ষাপটে গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তার স্বামী রকিব সরকারও তাদের শো-রুমে হামলা ও সেখানকার নিরাপত্তা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন।
অন্যদিকে, নগরের ইটাহাটা এলাকার রড বাইন্ডিং কারখানা মালিক ইসমাইল হোসেন জানান, জমি কিনে কমপক্ষে ১০ বছর ধরে তিনি কারখানা বানিয়ে তাতে দখলে রয়েছেন। বর্তমান বাজারদরে প্রায় চার কোটি টাকা দামের এই জমির মালিকানা নিয়ে বিরোধে উচ্চ আদালতেও তার পক্ষে রায় রয়েছে। এরপরও শুক্রবার ভোরে রাকিব সরকার ও তার স্ত্রীর লোকজন অতর্কিত হানা দিয়ে তাদেরকে মারধর করে অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করেছে এবং জবর দখলের চেষ্টা করে। তিনি পুলিশ কর্মকর্তা ও সরকারের প্রতি এর সুষ্ঠু প্রতিকার দাবি করছেন।
এর আগে শুক্রবার ভোরে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে লাইভে তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন ইসমাইল হোসেন ও মামুন সরকারের বিরুদ্ধে।
তারা লাইভে জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্বপাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের তাদের ব্যবসা প্রতিষ্ঠান সনি রাজ কার প্যালেস নামের গাড়ির শো-রুম দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর করা হয়।
দীর্ঘ সময়ের লাইভে তারা এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কমিশনারের বিরুদ্ধে ‘ঘুষ নেয়ার’ অভিযোগও করেন।
এ প্রসঙ্গে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা করেছেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।’
আরও পড়ুন: মাহির ফেসবুক পেজে কোনো ছবি নেই
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ছাড়াল
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ১২ লাখ ১২ হাজার ৫১০ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৮ লাখ ৯ হাজার ৮৮২ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৭৬০ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৪৮ হাজার ৩৯১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭২ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৭৬ জনে।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ১১২ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৭৩ জন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে
দেশে ৬ জনের করোনা শনাক্ত
নতুন ৩০টি বই প্রকাশ করল স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন
‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’-এই স্লোগানে ১৫ বছর আগে স্পর্শ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। আর প্রায় এক যুগ ধরে একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে এই ফাউন্ডেশনের স্টল রয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে দৃষ্টিজয়ীদের জন্য বিভিন্ন ধরনের গল্প ও উপন্যাসের বই।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন থেকে নতুন ৩০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমির বর্ধমান হাউসের তথ্যকেন্দ্রের সামনে এ সময় উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম, লেখক ফরিদ আহমেদ দুলাল, সিসিমপুরের মহাব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, স্পর্শ ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা নাজিয়া জেবিন।
এছাড়া এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার দৃষ্টিহীন মানুষ। আনুষ্ঠানিকভাবে বিকালে তাদের হাতে বই তুলে দিয়েছে স্পর্শ ফাউন্ডেশন।
আরও পড়ুন: ৫০টি ভাষায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বই প্রকাশ করল বেলারুশ
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পেলেন ৯ গুণীজন
ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য ৯ জন গুণী ব্যক্তিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদকে ভূষিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-এর ব্যবস্থাপনা পরিচালক ও গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন।
আরও পড়ুন: শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০ পাচ্ছেন ২০ গুণীজন
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মো. আবু সাইদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।
সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলেন- চিকিৎসায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, শিক্ষায় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সাহিত্যে কথাসাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন-শৃঙ্খলায় বাংলাদেশ পুলিশএর অ্যান্টি টেরিজম ইউনিটের ডিআইজি (অপারেশন) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সংগীতে গীতিকার ও সুরকার শুভ্রদেব, সংস্কৃতিতে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তারিন জাহান।
আরও পড়ুন: বাংলা একাডেমির ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা
সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টরচাপায় যুবক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হোসেন (২২) একই উপজেলার পৌর এলাকার ভাদাস পূর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক্টরের চালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
আরও পড়ুন: হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় রাহাতকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা চালকসহ টাক্টরটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুল আজম জানান, আশঙ্কাজনক অবস্থায় রাহাতকে হাসপাতালে নিয়ে আসার পর তার দুই কান ও মুখ দিয়ে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে চালককে উদ্ধার করে আটক ও টাক্টরটি জব্দ করে। সেই সঙ্গে লাশ থানায় আনা হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন: মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাক্তন স্ত্রীসহ নিহত ৬: শেরিফ
শুক্রবার মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নিজ হাতে গড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর আকাশে ডানা মেলার ৫১ বছর পূর্ণ করেছে।
এই গৌবরময় পথচলাকে স্মরণীয় করতে বিমান আয়োজন করতে যাচ্ছে ‘মুজিবের বাংলাদেশ-বিমান হাফ ম্যারাথন ২০২৩’।
দেশি-বিদেশি প্রায় দুই হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) হাতিরঝিল এলাকায় ভোর ৬টা থেকে ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান চলাচল বন্ধ, নিহত ২
এদিন সকাল ৭টা ৩০মিনিটে হাতিরঝিল এম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
ম্যারাথন প্রতিযোগিতার রেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের মহাব্যবস্থাপক জনাব শাকিল মেরাজ।
উল্লেখ্য, ২০২২ সালেও বিমান জাকজমকপূর্ণভাবে হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল।
আরও পড়ুন: দুই ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ১ পাইলট নিহত
নেপালে বিমান দুর্ঘটনা: ৬০ জনের লাশ হস্তান্তর
জাবিতে দিনব্যাপী পাখি মেলা শুক্রবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী পাখি মেলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, অরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এ মেলার আয়োজন করছে।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম এ কর্মসূচির উদ্বোধন করবেন।
আরও পড়ুন: জাবির মুক্তমঞ্চে নদীর জীবন-চিত্র আঁকলো শিক্ষার্থীরা
মেলার আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘আমরা আশা করছি বিগত বছরগুলোর মতো এবারও মেলা সফল হবে। তাছাড়া কোভিড মহামারির কারণে গত দুই বছর মেলা আয়োজন করতে না পারায় এ বছর মেলা আরও আলোড়ন সৃষ্টি করবে।’
দিনব্যাপী এ মেলায় উদ্বোধনী অধিবেশন, অডিও ও ভিডিওর মাধ্যমে পাখি শনাক্তকরণ প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক বিতর্ক ও শিশুদের জন্য পাখি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয় থাকবে।
এছাড়া বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড- এই তিনটি ক্যাটাগরিতে মোট সাতজন পাখি সংরক্ষণবিদকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন: জাবিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
চাঁদপুরে নিজের সরিষা ক্ষেতেই প্রাণ গেল কৃষকের
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ সরিষা ক্ষেতে চাষাবাদ করা অবস্থায় এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
শুক্রবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে সরিষার জমিতে মই দেয়া অবস্থায় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার।
মৃত কৃষক হাবিবউল্লাহ (৬০) বলিয়া চৌকিদার বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে।
আরও পড়ুন: কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাড়িতে পড়ল ট্রাক, প্রাণ গেল শিশুর
গ্রামের এক পথিক সরিষার জমিতে পড়ে থাকতে দেখে কৃষকের পরিবারের লোকদের খবর দিলে মেয়ে সেলিনা এসে বাবার লাশ পড়ে থাকতে দেখে মাটি থেকে তোলার চেষ্টা করলে দেখতে পান যে কোনো শ্বাসক্রিয়া নেই।
তার চিৎকার শুনে কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চিকিৎসক বলেন, হাবিবুল্লাহ মাঠেই স্ট্রোক করে মারা গেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও ইউপি সদস্য মিলন পাটোয়ারি এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
চাঁপাইনবাবগঞ্জে রেললাইন থেকে নবজাতকের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রেললাইন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোরে ফজরের নামাজের পর স্থানীয় মুসল্লিরা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢেকে থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের লাশ, পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মুনশেদ আলী জানান, একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায়। খবর পেয়ে পুলিশকে ও রেল বিভাগকে ঘটনাটি জানানো হয়েছে। কে বা কারা গভীর রাতে পলিথিনে মুড়িয়ে শপিংব্যাগে করে নবজাতকের লাশটি ফেলে গেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার
মৃত বাচ্চাটি মেয়ে বলেও জানান তিনি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতায় বলে ঘটনাটি রেল পুলিশকে জানানো হয়েছে।
তারা এসে লাশটি উদ্ধার করবে এবং আইনগত ব্যবস্থা নিবে বলে জানান ওসি।
ওসি আরও জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লাশটি রেললাইনেই পড়ে ছিল।
আরও পড়ুন: গোলাপগঞ্জে হাওর থেকে নবজাতকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে ব্রিজ থেকে নবজাতকের লাশ উদ্ধার
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।
ফজরের নামাজের পর উর্দু ও আরবি ভাষার মিশ্রণে বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ ওসমান। সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় এর তরজমা করেন মুফতি জিয়া বিন কাসেম। দুপুরে জুম্মার নামাজে ইমামতি করবেন দিল্লি নিজামুদ্দীন মারকাজের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। মাওলানা সাদ ইজতেমা ময়দানে আসেননি।
ইজতেমায় একজন মুসুল্লি মারা গেছেন। বরগুনার বাসিন্দা মফিজুল ইসলাম ( ৭৫) বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে নিজ বিছানায় মারা যান।
আরও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব: সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেল
শুক্রবার সকাল ১০টা থেকে ময়দানে কয়েকটি আলাদা আলাদা মজমা (বয়ান প্রোগ্রাম) হয়। কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রদেরও আলাদা বয়ানের আয়োজন রয়েছে।
জুমার নামাজের পর সংক্ষিপ্ত বয়ান করবেন কাকরাইলের শুরা সৈয়দ ওয়াসিফুল ইসলাম। আসরের নামাজের পর বয়ান করবেন মাওলানা সাদের মেঝ ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্দলভী। মাগরিবের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী সাহেব।
ইজতেমা ময়দানে পাঁচ হাজারের মতো বিদেশি মুসল্লি এসেছেন। বিদেশিদের তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে।
এদিকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। অবজারভেশন টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে প্যান্ডেলের ভেতর ও বাইরে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্যও রয়েছেন। সড়কের ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ইজতেমার মুসল্লিদের ভোগান্তি কমাতে জিএমপি’র ট্রাফিক নির্দেশনা জারি