আদিম
ছাড়পত্র পেল ‘আদিম’, এখন মুক্তির অপেক্ষা
বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের পর এবার দেশে মুক্তির ছাড়পত্র পেল যুবরাজ শামীম পরিচালিত সিনেমা 'আদিম'। সোমবার খবরটি নির্মাতা নিজেই ফেসবুকে জানান।
ছাড়পত্রের ছবিসহ পোস্টে তিনি লেখেন, 'আদিম। আনকাট সেন্সর। নানা জায়গায় ভোগান্তির পর এই ভেবে ভালো লাগছে যে, অন্তত সেন্সর বোর্ড ভোগায়নি।
খুনের দায় এড়াতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ানো ভাসমান একজন পঙ্গু মানুষকে ঘিরে নির্মিত ‘আদিম’ সিনেমা।
আরও পড়ুন: অনম বিশ্বাসের সিনেমায় শুভর বিপরীতে ফারিয়া
সেন্সর নিয়ে যুবরাজ শামীম ইউএনবিকে বলেন, 'সিনেমাটি অবশেষে মুক্তির জন্য প্রস্তুত, এই ভেবেই ভালো লাগছে। ৬ তারিখে ছাড়পত্র পেয়েছে। সবচেয়ে বড় বিষয় কোনো ধরনের ভোগান্তিতে আমাকে পড়তে হয়নি। সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা।'
ছাড়পত্র পেলেও কবে নাগাদ 'আদিম' মুক্তি পাবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে জানা যায়, শিগগিরই সেটি চূড়ান্ত হতে যাচ্ছে।
উল্লেখ্য, সিনেমাটি নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডসহ আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি অর্জন করেছে।
আরও পড়ুন: নতুন সিনেমায় আরিফিন শুভ, পরিচালক অনম বিশ্বাস
২০২২ সালে ১০০ কোটির ক্লাবের ভারতীয় সিনেমা কোনগুলো
২ বছর আগে
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
‘৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বিশেষ জুরি পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা ‘আদিম’।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক যুবরাজ শামীম।
এরসঙ্গে আনন্দ মুহূর্তের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
যুবরাজ শামীম লেখেন, “আপনার চাইলে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। আমরা ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আদিম’-এর জন্য সিলভার সেন্ট জর্জ পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার) জিতেছি এবং এর আগে আমি নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছি। তাই মস্কোতে দুটি পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘আদিম’। পুরস্কারটি আমার বাবা শাহজাহান ভূঁইয়াকে উৎস্বর্গ করতে চাই।”
আরও পড়ুন: এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
২ বছর আগে