‘সেপা
‘সেপা বাংলাদেশ ও ভারতের জন্য লাভজনক’
বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেছেন, ব্যাপক অর্থনৈতিক অংশদারিত্ব চুক্তিটি(সেপা) বর্তমানে আলোচনাধীন, যার মাধ্যমে উভয় দেশের লাভ হবে।
এটিতে উভয় পক্ষের লাভ হবে উল্লেখ করে শনিবার তিনি ইউএনবিকে বলেন, এরূপ একটি কাঠামোগত চুক্তি ভবিষ্যতের বাণিজ্যকে এগিয়ে নিবে। বাংলাদেশ ও ভারত সেপা সমঝোতা সাক্ষরের জন্য প্রয়োজনীয় আলোচনা শুরু করতে চায়।
এ সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের সময় এই বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।
এ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবেন।
আরও পড়ুন: ২৫ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোতে রেমিট্যান্স এসেছে ১.৭২ বিলিয়ন ডলার
বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক বন্ধনের অপার সম্ভাবনাকে স্বীকৃতি দেয়।
গতবছরের ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি বাংলাদেশ সফরকালে উভয় পক্ষই সেপা’য় প্রবেশের বিষয়ে আলোচনা করেছিল।
দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে উভয় প্রধানমন্ত্রী অশুল্ক প্রতিবন্ধকতাসমূহ তুলে দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই -এর সাবেক সভাপতি মাতলুব বলেন, বাংলাদেশ যদি কোন সংকটের মুখোমুখি হয়, তাহলে প্রয়োজনীয় পণ্য যেমন গম, পেঁয়াজ, চিনি, তুলা ইত্যাদি তাৎক্ষণিক সরবরাহের বিষয়ে উভয় পক্ষেরই আলোচনা করা উচিৎ।
‘এটি পারস্পরিক হতে পারে’ উল্লেখ করে তিনি বলেন, ভারত যদি প্রয়োজনীয় কোন পণ্য সংকটের মুখোমুখি হয় এবং বাংলাদেশে তা সহজলভ্য থাকে তাহলে বাংলাদেশও সহযোগিতার হাত বাড়াতে পারে।
তিনি বলেন, বেসরকারি খাত এ বিষয়ে এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে দু’দেশের সরকারকে সেই ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন: অর্থ বিনিয়োগের মাধ্যম: বৈধভাবে টাকা কোথায় বিনিয়োগ করবেন?
আগস্টে রেমিটেন্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
২ বছর আগে