জেনারেটর
সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে আহত ৯
সিলেটের মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে জেনারেটর বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জন সিএনজি পাম্পের কর্মচারী। বাকি চারজন পথচারী। তারা হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণ: আরও ৩ জেলের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিস্ফোরিত হলে আগুন লেগে ৯ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১ জনের মৃত্যু
১ বছর আগে
জেনারেটর রুমে মিললো আনসার সদস্যের ঝুলন্ত লাশ!
রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ১৮ আনসার ব্যাটালিয়নের জেনেরেটর রুম থেকে ডিসের তার দিয়ে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য। তার রেজিঃ নম্বর-(১৯২০২২৫), তিনি ঢাকা ধামরাই যাদেবপুর এলাকার আলেক হোসেনের ছেলে।
নিহত শাকিল হোসেন ২০১৯ সালের ১৭ নভেম্বর আনসার বাহিনীতে যোগদান করেন।
তিনি আরও জানান, পুলিশের ধারণা গভীর রাতে কোন এক সময় ডিসের তার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা করেছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে এবং ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আনসার সদস্যদের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দিঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: মাগুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২ বছর আগে