ছুরি হামলা
জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩, গুরুতর আহত ৫
জার্মানির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহরে একটি উৎসবে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত আরও পাঁচজন।
স্থানীয় সময় শুক্রবার (২৩ আগস্ট) রাতে এক ব্যক্তির ছুরি হামলায় এসব হতাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা রাত সাড়ে ৯টার কিছু পরে একজন অজ্ঞাত হামলাকারীর বিষয়ে পুলিশকে জানায়। তারা বলেছে, কেন্দ্রীয় স্কয়ার ফ্রনহফে ছুরি দিয়ে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, হামলাকারী পলাতক রয়েছেন। এখন পর্যন্ত হামলাকারী সম্পর্কে তাদের কাছে খুব বেশি তথ্য নেই।
তারা জানিয়েছে, হামলাকারী একাই আহত ও নিহতদেরকে ছুরিকাঘাত করেছে।
উৎসবের আয়োজকদের একজন ফিলিপ মুলার মঞ্চে উঠে উৎসবে আগতদের উদ্দেশে বলেন,দয়া করে চোখ কান খোলা রেখে 'শান্তভাবে যান।’কারণ, দুর্ভাগ্যবশত অপরাধী ধরা পড়েনি।’
তিনি বলেন, 'ছুরিকাঘাতে' অনেকে আহত হয়েছেন।
এ ঘটনার পর আকাশে অন্তত একটি হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এছাড়া অনেক পুলিশ ও জরুরি যানবাহন রাস্তায় অবস্থান নেয়। বেশ কয়েকটি রাস্তা বন্ধও করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: জাপানে ছুরি হামলায় নিহত ৩
পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে অঞ্চলটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা হারবার্ট রেউল শনিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত হওয়ার সংখ্যা ছয়জন বলে জানান।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রেউল বলেন, 'আমরা কেউই জানি না কেন হামলাটি চালানো হয়েছে।’
তিনি বলেন, “হামলার উদ্দেশ্য সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারছি না। হামলাকারী কে ছিল তা স্পষ্ট নয়, তবে হামলাকারী ‘খুব দ্রুতই’ ঘটনাস্থল ত্যাগ করেছে।”
এদিকে জার্মানির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজার অস্ত্র আইন কঠোর করার প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে কেবল ৬ সেন্টিমিটার (প্রায় ২ দশমিক ৪ ইঞ্চি) মাপের ব্লেডযুক্ত ছুরি জনসম্মুখে বহনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে ১২ সেন্টিমিটার (৪ দশমিক ৭ ইঞ্চি) ছুরি জনসম্মুখে আনার অনুমতি রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে ছুরি হামলায় ৩ শিশু নিহত
২ মাস আগে
কানাডায় ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫
কানাডায় সিরিজ ছুরি হামলায় আদিবাসীসহ ১০ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। রবিবার কানাডা প্রদেশের কাছে সাস্কাচেওয়ানে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, জেমস স্মিথ ক্রি নেশন এবং সাস্কাচেওয়ানের উত্তর-পূর্বে ওয়েলডন গ্রামে একাধিক স্থানে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দু’জন সন্দেহভাজনকে তারা খুঁজছেন।
সাস্কাচেওয়ানের আরসিএমপি’র সহকারী পুলিশ কমিশনার রোন্ডা ব্লাকমোর বলেন, আহতদের কেউ কেউ বলছেন, নিহতদেরকে লক্ষ্যবস্তু হিসেবে হামলা করা হয়েছে এবং অন্যান্যদের এলোপাতাড়িভাবে আক্রমণ করা হয়েছে।
ব্লাকমোর বলেন, ‘আমাদের প্রদেশে আজ যা ঘটেছে তা ভয়ানক’ সেখানে ১৩টি অপরাধের দৃশ্য আছে যেখানে আহত মানুষদের পাওয়া গেছে। কানাডার ইতিহাসে এটি ভয়াবহ হত্যার ঘটনা।
পড়ুন: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কানাডা থেকে নূর চৌধুরীকে ফেরানোর ওপর জোর বাংলাদেশের
রেজিনা পুলিশ সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, মাউন্টিজের সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য এটি বিভিন্ন ফ্রন্টে কাজ করছে এবং মোজাইক স্টেডিয়ামে ফুটবল খেলাসহ শহর জুড়ে জননিরাপত্তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় বলেন, ‘সাস্কাচেওয়ানে আজকের হামলা ভয়াবহ ও হৃদয়বিদারক। হামলায় যারা প্রিয়জনদের হারিয়েছেন ও আহত হয়েছেন আমি তাদের কথা ভাবছি।’
জেমস স্মিথ কেরি ন্যাশন রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে।
আরও পড়ুন: কানাডার রয়্যাল মিলিটারি কলেজের ৪ ক্যাডেট দুর্ঘটনায় নিহত
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরাণ’
২ বছর আগে