দীঘি
ফেনীতে থানার পাশের দীঘিতে মিলল মরদেহ
ফেনী মডেল থানার পেছনের দীঘি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে থানা-সংলগ্ন রাজাঝির দিঘির পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম মো. শুক্কুর (৪০)। গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের সন্ধানে গেল সোমবার সকালে তিনি ফেনীতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।
দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আবু কাউছার নিপু বলেন, রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ এখন হাসপাতালের মর্গে আছে। তার পরনে ছিল শার্ট, লুঙ্গি ও মাফলার।
তিনি আরও জানান, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্ত, মরদেহটি এখানে কীভাবে এসেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।
২৮ দিন আগে
কেওক্রাডং চূড়ায় বারবার যেতে চাই: দীঘি
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সাম্প্রতিক সময়ে ব্যস্ততা অনেকটা কমিয়েছেন। তার অন্যতম কারণ পড়াশোনা। সম্প্রতি তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছেন। তাই আপাতত পড়াশোনার দিকে মনযোগী হতে চান এই তারকা।
ইউএনবির সঙ্গে আলাপকালে দীঘি জানিয়েছেন, তিনি ঘুরতে ভীষণ পছন্দ করেন। দেশের ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর শখ তার। আর পাহাড় খুব পছন্দ এই তারকার। দীঘি বলেন, সুযোগ হলে কেওক্রাডং চূড়ায় বারবার যেতে চাই।
আরও পড়ুন:অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
শিশু শিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ার শুরু। পরবর্তীতে তাকে চিত্রনায়িকা পরিচয়েও পাওয়া গেছে। তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিঞা ভাই সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় দীঘির। 'শেষ চিঠি' শিরোনামে একটি ওয়েবফিল্মে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন:সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
১২২০ দিন আগে