অভিযুক্ত আটক
মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
মেহেরপুরের গাংনীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন বড় বোন ও ভাইয়ের স্ত্রীকে হত্যায় অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদকে আটক করেছে পুলিশ।
আটক মহিবুল ইসলাম ওহিদ সানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক।
এর আগে শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ২ নারী আটক
নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)।
নিহত জাকিয়া অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদের ছোট ভাইয়ের স্ত্রী ও জোছনা খাতুন তার বড় বোন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহত জাকিয়ার স্বামী জাহিদ হোসেন ও অন্যবোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।
তাজুল ইসলাম জানান, পৈতিৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চলে আসছিল। শনিবার সকালে নিহত জোছনা খাতুন অপর বোন শামীমা খাতুন পিতার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে এসেছিলেন। সকালে সবাই মিলে বাড়িতে মীমাংসায় বসেছিলেন। একপর্যায়ে বড় বোন জোছনা, ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা নিয়ে হামলা করেন। এতে ঘটনাস্থলেই মারা যান বোন জোছনা খাতুন ও ভাইয়ের স্ত্রী জাকিয়া।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, এই ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন: পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি: ২ যুবককে আটক
১৬১ দিন আগে
পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত,অভিযুক্ত আটক
পাবনার চাটমোহর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল সুইসগেট এলাকায় এ ঘটনার পর পর অভিযুক্তকে আটক করা হয়।
আরও পড়ুন: কুমারখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত, আহত ৫
নিহত হাফিজুর রহমান (২৬) ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।
আটক রমজান আলী ফকির (৩৮) বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, সকালে হাফিজ স্থানীয় সুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে সুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান আহত
সহকারী পুলিশ সুপার জানান,তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৯২৩ দিন আগে
মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক ১
মাগুরার মহম্মদপুরে বালীদিয়া গ্রামে গলায় চাপাতি ধরে ভয় দেখিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগে রবিবার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক বাবর আলী মোল্লা ওরফে বাবু মোল্লা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নে ওই নারী রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় টিনের বেড়া কেটে বাবু তার এক সহযোগীকে নিয়ে ওই নারীর রুমে সুকৌশলে প্রবেশ করে। পরবর্তীতে ধারালো চাপাতি গলায় ধরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।
এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবুকে আটক করে এবং অন্যজন পালিয়ে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ঝিনাইদহে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। বাবু নামের এক ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
১৩২৮ দিন আগে
যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত
যশোর সদর উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক পিতা নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে নয়ন হোসেনকে (২৪) আটক করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধ মাতব্বরকে কুপিয়ে ‘হত্যা’
নিহত সরোয়ার হোসেন (৪৮) সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকার আমজেদ হোসেনের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সাথে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সরোয়ার হোসেন কথা কাটাকাটির একপর্যায়ে হাসিনাকে মারপিট করে। এ সময় নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার বাবাকে বেধড়ক মারপিট করে। পরে পরিবারের লোকজন সরোয়ারকে সেখান থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীকে হত্যার পর লাশ পুকুরে নিক্ষেপ করল স্ত্রী
সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসক রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় নেয়ার পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, 'স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নয়নকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।'
আরও পড়ুন: যশোরে ৩০ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে শনিবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
১৪৪২ দিন আগে
চাঁদপুরে ‘ধর্ষণে’ ৪র্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক
চাঁদপুর সদর উপজেলায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৫৯১ দিন আগে
আশুলিয়ায় শিশু ধর্ষণের শিকার
সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
১৬৩২ দিন আগে
যশোরে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক
যশোরে ভিক্ষুক প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
১৮১৩ দিন আগে
দিনাজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
দিনাজপুরের চিরিরবন্দরে মথুরাপুর গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত মোরসালিনকে (২১) আটক করেছে পুলিশ।
১৮৯৩ দিন আগে