বিডিজবস
চট্টগ্রামে বিডিজবস মেলায় চাকরি পাচ্ছেন আড়াই হাজার প্রার্থী
চট্টগ্রামে বিডিজবস চাকরি মেলায় ৩৫ হাজার আবেদনকারীর বিপরীতে চাকরি পাচ্ছেন দুই হাজার ৫০০ প্রার্থী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মেলা শেষে রাতে এ তথ্য জানায় আয়োজককারীরা।
বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুর জানান, এ বছর মেলায় টেকনিক্যাল ও সাধারণ গ্রাজুয়েটরা চাকরির আবেদন করেন। সংগৃহীত আবেদন থেকে চাকরিদাতা দেশের শীর্ষ ৭০টি প্রতিষ্ঠান তাদের কাঙ্খিত কর্মী বেঁছে নিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, ‘অভাবনীয় সাড়া পেয়েছি মেলায়। এবারই প্রথম স্পটে অনলাইনে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগদাতারা সরাসরি মেলার মধ্যেই পরীক্ষা নিয়ে তাৎক্ষণিক রেজাল্ট জানিয়ে দিতে পেড়েছেন। এটা একটা বাড়তি সুযোগ সংযুক্ত হলো মেলায়।’
আরও পড়ুন: সিলেটে বিডিজবস চাকরিমেলা
বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী বলেন, এর আগে কারিগরি চাকরি মেলা ও সাধারণ গ্রাজুয়েটদের জন্য ক্যারিয়ার ফেয়ার আলাদা ভাবে আয়োজন করা হতো। এবারই প্রথম একসঙ্গে দুইটি মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাকরিদাতা এবং চট্টগ্রামের স্থানীয় কারিগরী চাকরিপ্রার্থী ও সাধারণ গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে পেড়েছি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হাজার হাজার চাকরিপ্রার্থী জিইসি কনভেনশন সেন্টারের সামনে ভিড় করতে থাকে। সকাল ৯টায় মেলা শুরু হওয়ার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে ৩৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।
নিজ শহরে ঢাকাসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের চাকরিদাতাদেরকে পেয়ে উচ্ছ্বসিত হাজী মোহাম্মদ মুহসিন কলেজের এমবিএ অধ্যায়নরত আয়শা ছিদ্দিকা।
তিনি জানান, চট্টগ্রামে এমন আয়োজন আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে মেয়েদের জন্য। ঢাকায় গিয়ে চাকরির আবেদন করা বা ইন্টারভিউ দেয়া কষ্টসাধ্য। বিডিজবসের কল্যানে চট্টগ্রামে অনস্পট সিভি গ্রহণ ও চাকরির ইন্টারভিউ দেয়ার সুযোগ পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে।
একই অভিমত ব্যক্ত করে চাকরির আবেদন করেন দুই বন্ধু সোহানুর রহমান ও আকলিমা আক্তার।
তারা বলেন, চট্টগ্রাম শহর থেকে একটু দূরে বাড়ি হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের অনেক জব অফার সম্পর্কে সময়মতো সঠিক তথ্য পাই না। অনলাইনে বিডিজবসের চাকরি মেলার তথ্য দেখে আবেদন করার পরিকল্পনা করি। মেলায় ১০ টি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। এই ধরনের আয়োজনের জন্য কতৃপক্ষকে ধন্যবাদ।
আরও পড়ুন: খুলনায় বিডিজবস চাকরি মেলায় ১ হাজার জনের চাকরির সুযোগ
খুলনায় বিডিজবস চাকরি মেলায় ১ হাজার কর্মসংস্থানের সুযোগ
১ বছর আগে
সিলেটে বিডিজবস চাকরিমেলা
দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সব ধরনের চাকরি প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে সিলেটে চাকরিমেলার আয়োজন করেছে চাকরির তথ্যদাতা শীর্ষ ওয়েবসাইট বিডিজবস ডটকম।
শহরের আরামবাগ পয়েন্টের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় অংশগ্রহণ (www.bdjobs.com/jobfair) ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।
প্রকাশ রায় চৌধুরী বলেন, করোনা পরবর্তী সময়ে কোম্পানিগুলোতে প্রচুর জনবল প্রয়োজন পড়ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা স্বত্তেও কোম্পানিগুলো যোগ্য লোক খুঁজে পাচ্ছে না। সিলেটের চাকরি প্রার্থীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে। সিলেটের স্থানীয় চাকরি বাজার মূলত, হসপিটালিটি এবং স্বাস্থ্যখাতের ওপর নির্ভরশীল। মেলায় বিপুল সংখ্যক শেফ, ওয়েটার, হাউজকিপার, নার্স, প্যাথলজিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ানের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কোম্পানিগুলোর সঙ্গে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে। এ মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা কোম্পানিগুলোর বুথে সিভি জমা দেয়ার পাশাপাশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোম্পানি সর্ম্পকে জানতে এবং নিজেদেরকে প্রস্তুত করার বিষয়েও ধারণা পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের কর্মকর্তা শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মেঘলা শারমিন এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।
উল্লেখ্য, বিডিজবস ডটকম চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সংযোগ তৈরি করতে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বড় শহরে চাকরি মেলার আয়োজন করে থাকে। দেশের শীর্ষ কোম্পানিগুলোতে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হয় এ মেলার মাধ্যমে।
চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্রাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
১ বছর আগে
৫ হাজারের বেশি মানুষের চাকরি হচ্ছে বিডিজবস চাকরি মেলায়
পাঁচ হাজারের বেশি কারিগরী শিক্ষার্থী ও পেশাজীবীর চাকরি হচ্ছে বিডিজবস কারিগরি চাকরি মেলায়। মঙ্গলবার ঢাকার মিরপুর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় চাকরি মেলা ‘বিডিজবস কারিগরি চাকরি মেলা’। দেশের শীর্ষস্থানীয় ৬১ টি কোম্পানিতে ৪১০ টি পদে ৫ হাজারের বেশি লোকবল নিয়োগের উদ্দেশ্যে চাকরি মেলার আয়োজন করে বিডিজবস ডটকম।
এদিন সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ এর সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ড. মো. জিয়াউদ্দীন। বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ. কে. এম. ফাহিম মাশরুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ফাহিম মাশরুর বলেন, বর্তমান চাকরি বাজারে সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের থেকে কারিগরি শিক্ষার্থীদের চাহিদা অনেক বেশি। কারিগরি শিক্ষার্থীদের অনেকেরই পাশ করার আগেই চাকরি হয়ে যায়, বেতনও ভাল। অন্যদিকে বিবিএ, এমবিএ করেও অনেকে বছরের পর বছর চাকরি পাচ্ছে না। কিন্তু এর পরেও অনেকে সচেতনতার অভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কারিগরি চাকরির সুযোগ সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরি করা।
ড. মো. জিয়াউদ্দীন বলেন, আমাদের দেশে মোট শ্রমশক্তি রয়েছে ৮২ মিলিয়ন, পাশাপাশি ২ দশমিক ২ শতাংশ হারে বছরে প্রায় ২২ লাখ লোক শ্রমশক্তি বাজারে নতুন হিসেবে প্রবেশ করছে। এই বিশাল জনগোষ্ঠির জন্য কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান তৈরি করতে হবে। সরকার দেশের ২৩ টি মন্ত্রণালয়ের ৩৫ টি দফতরের অধীনে প্রায় ৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি পর্যায়ের প্রায় ৬ হাজার প্রতিষ্ঠানের মাধ্যমে শ্রমশক্তির দক্ষতা উন্নয়নে কাজ করছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিডিজবস চাকরি মেলায় ৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ
তিনি আরও বলেন, বছরে প্রায় ১৭ লাখ যুবক/যুবতী বিভিন্ন পেশায় প্রশিক্ষণ পাচ্ছে। কিন্তু সাপ্লাই সাইড (প্রশিক্ষণ প্রতিষ্ঠান) ও ডিমান্ড সাইড (শিল্প প্রতিষ্ঠান) এর মাঝে ম্যাচ মেকিংয়ের অভাবে এর সুফল পুরোপুরিভাবে পাওয়া যাচ্ছিল না। বিডি জবসের এই আয়োজনের কারণে সেই গ্যাপ অনেকটা দূর হয়েছে। চাকরি মেলা আয়োজনের জন্য বিডিজবস, এটুআই ও ব্রাক আইএসডিকে ধন্যবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো: আলী আকবর খান, এটুআইয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিডিজবসের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে টেকনিক্যাল শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি এডুকেশনের কোন শিক্ষার্থী বেকার থাকে না। তবে এর জন্য প্রয়োজন নিয়মিত প্রাকটিস। কারণ পড়াশোনা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অনুশীলনের মাধ্যমে সফলতা পায় একজন শিক্ষার্থী। বিডিজবসকে বৃহত পরিসরে কারিগরি চাকরি মেলা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মেলায় বিভিন্ন সেমিনারের আয়োজন করে বিডিজবস। কারিগরি কর্মীরা যেন খুব সহজে কোম্পানিগুলোর কাছে নিজেদের উপস্থাপন করতে পারে, কোম্পানির চাহিদা অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেজন্য সেমিনার করে প্রতিষ্ঠানটি। কারিগরি চাকরি মেলার আয়োজনে সহযোগিতা করেছে এটুআই এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ চা বোর্ডে চাকরি
দূতাবাসে নিয়োগ: ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৯০,০০০
২ বছর আগে
চট্টগ্রামে বিডিজবস চাকরি মেলায় ৩ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ
চট্টগ্রামে তিন হাজারের বেশি সেলসম্যান নিয়োগের লক্ষ্যে সেলস্ চাকরি মেলা, চট্টগ্রাম’ আয়োজন করেছে বিডিজবস ডটকম। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্রগ্রামের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ মেলা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।
প্রতিষ্ঠানটির শোয়েব হাসান সবুজ এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ এ সময় উপস্থিত ছিলেন।
দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের বিপুল চাহিদার বিষয়টি মাথায় রেখে বিডিজবস ডটকম মেলার আয়োজন করছে। দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী এবং রিটেইল প্রতিষ্ঠান সমূহ তিন হাজার সেলসম্যান নিয়োগের লক্ষ্যে মেলায় অংশগ্রহণ করছে। কোম্পানিগুলো আগ্রহী প্রার্থীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি তাদেরকে সরাসরি ইন্টারভিউ করবে। মেলায় অংশগ্রহণ করতে চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে (www.bdjobs.com/jobfair) ঠিকানায়।
প্রকাশ রায় চৌধুরী বলেন, বর্তমানে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কয়েক লাখ লোক সেলসম্যান হিসেবে কাজ করছে। দেশে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রিটেইল সেক্টর খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ফিল্ড সেলস ফোর্সের চাহিদা। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা সত্ত্বেও এই খাতে কাজ করতে আগ্রহীদের সংখ্যা কম। এই খাতে কাজ করতে আগ্রহীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে।
আরও পড়ুন:চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত
তিনি আরও জানান, সেলস্ চাকরি মেলায় মেঘনা গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, সুপার স্টার গ্রুপ, পারটেক্স স্টার গ্রুপ, নিটল-নিলয় গ্রুপ, বিএসআরএম, এসএ গ্রুপ, কেডিএস গ্রুপ, কনফিডেন্স সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, দি পেনিনসুলা চট্রগ্রাম, ডেলিভারি টাইগারসহ দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্রাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে।
আরও পড়ুন:রাঙামাটিতে ৩২ ঘণ্টার হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ
চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ
২ বছর আগে