তিস্তাচুক্তি
জনসমর্থনহীন সরকার ভারতের সঙ্গে সমস্যার সমাধান করতে ব্যর্থ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ওপর জনসমর্থন না থাকায় ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রতি জনগণের সমর্থন না থাকার কারণে আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত অভিন্ন নদীর পানিবন্টন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যাসহ অতি সাধারণ সমস্যাগুলোও সমাধান করতে পারছে না।’
বিএনপি নেতা আরও বলেন, জনগণ সরকারের সঙ্গে না থাকায় প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা সমাধানে কঠোর দরকষাকষিও করতে পারছে না।
মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আংশিক কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গত রবিবার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে দলটি।
আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ: নারায়ণগঞ্জে ৭১ জনের নাম উল্লেখ করে মামলা
প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে ফখরুল বলেন, প্রতিবার তিনি জনগণকে তিস্তা চুক্তি সাক্ষরের আশা দিয়ে ভারত সফর করলেও তা আজও সাক্ষরিত হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে আট বিলিয়ন ডলার সহায়তা পাওয়ার কথা থাকলেও দেশটি এই ঋণের আংশিক পেয়েছে মাত্র। ‘এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই। জনগণের ক্ষমতার ওপর এসব বিষয় নির্ভর করে। জনগণ যদি এই সরকারকে সমর্থন করত, তাহলে সব কাজ আগেই হয়ে যেত।’
শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির প্রত্যাশা সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমি আবারও বলছি, তাকে ফিরে আসতে দেন এবং দেখেন বাংলাদেশের জনগণের জন্য কি নিয়ে আসে।’
আরও পড়ুন: পাবনায় বিএনপি-আ.লীগের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির আমন্ত্রণে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে নয়াদিল্লি যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদি হায়দরাবাদ ভবনে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন এবং কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তিসহ সাতটি সহযোগিতামূলক সমঝোতা চুক্তি সাক্ষর করেন।
আরও পড়ুন: খুলনায় বিএনপির অফিস ভাঙচুর, নেতাদের বাড়িতে হামলা
২ বছর আগে